ফাইনালের লড়াইয়ে টস ভাগ্যে জয়ী মাশরাফি

সংবাদ
ফাইনালের লড়াইয়ে টস ভাগ্যে জয়ী মাশরাফি
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্লে-অফ রাউন্ড শুরু হচ্ছে শুক্রবার থেকে। শেষ চারে উঠার লড়াইয়ে টুর্নামেন্টে অংশ নেয়া ৭ দলের মধ্যে ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে সিলেট সিক্সার্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

শুক্রবার পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস একে অপরের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দলের মোকাবিলা করবে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটরে মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। 

ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।

রংপুর রাইডার্স (সম্ভাব্য একাদশ):

ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্র‍্যান্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজী, লাসিথ মালিঙ্গা ও ইসুরু উডানা।

খুলনা টাইটান্স (সম্ভাব্য একাদশ):

মিচেল ক্লেঙ্গার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক),  নিকোলাস পূরাণ (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্রাথওয়েট, জোফরা আর্চার, মোহাম্মদ ইরফান, শফিউল ইসলাম ও আবু জায়েদ।


আরো পড়ুন: this topic