চোখের পলকে নাসিরের পাঁচ উইকেট

সংবাদ
চোখের পলকে নাসিরের পাঁচ উইকেট
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

সিলেটের কাপ্তান নাসির হোসাইনের স্পিনে প্রথম দশ ওভারেই ছয় উইকেট হারিয়ে ধুঁকছে চিটাগাং ভাইকিংস। বিপিএলে দিনের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করতে নেমে একাই ভাইকিংস ক্যাম্পে ধ্বস নামান নাসির।


টানা চার ওভার বল করে ৩১ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন নাসির। টি-টুয়েন্টি ক্রিকেটে এটাই নাসিরের সেরা স্পেল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাইকিংসদের স্কোর দাঁড়ায় সাত ওভারে ছয় উইকেট হারিয়ে ৪৬ রান।



সিলেট সিক্সার্স স্কোয়াড- 

আবুল হাসান, বাবর আজম, টিম ব্রেসনান, আন্দ্রে ফ্লেচার, গুলাম মুদাসসের, দানুস্কা গুনাথিলাকা, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, নাসির হোসেন (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক),  লিয়াম প্ল্যাঙ্কেট, সাব্বির রহমান, শুভাগত হোম, সোহেল তানভীর, তাইজুল ইসলাম, উপল থারাঙ্গা, রস হোয়াইটলি। 

চিটাগাং ভাইকিংস স্কোয়াড- 

আল-আমিন, আনামুল হক (উইকেটরক্ষক), রায়াদ এমরিট, ক্রিস জর্ডান, মিসবাহ উল হক, দিলশান মুনাওয়েরা, নাজিবুল্লাহ জাদরান, নাইম হাসান, লুক রঙ্কি, সিকান্দার রাজা, সৌম্য সরকার, শুভাশিষ রায়, সোহরাওয়ার্দি শুভ, সানজামুল ইসলাম, তানবির হায়দার, তাসকিন আহমেদ, স্টিয়ান ভ্যান জিল।

আরো পড়ুন: this topic