আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ-১৯ দলের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে ৫০ ওভারের সিরিজ শুরু করেছে বাংলাদেশ যুব দল। এই ম্যাচে আগে ব্যাট করে জুনিয়র টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬৩ রানেই অল আউট হয় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ৩৪.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।


মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ বলে ৭১ রান করেন রিফাত বেগ। যুব ক্রিকেট লিগে ট্রিপল সেঞ্চুরি করা এই বাঁহাতি এই ওপেনার জয়ের খুব কাছে গিয়ে প্রতিপক্ষ বোলারের ওপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


promotional_ad

যদিও আরেক ব্যাটার আজিজুল হাকিম তামিম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭১ রানের ইনিংস খেলে। ৬ রান করে শেষ পর্যন্ত তাকে সঙ্গ দিয়েছেন কালাম সিদ্দিকি অলিন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ১টি করে উইকেট নেন আরিয়ার সাক্সেনা ও আলীআজগর শামস।


এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। যদিও দলটিকে ভালো শুরু এনে দিতে পারেননি ব্যাটাররা। মাত্র ১৫ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটারকে হারায় তারা। এর মধ্যে দুই ওপেনারকেই বিদায় করেন সাদ ইসলাম রাজিন।


এরপর আর সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো মতে দেড়শ পাড় করে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৮৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন রায়ান খান। আর ২৬ রানের ইনিংস খেলেছেন মাধব মনোজ নায়ার।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন রাজিন। এমন পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ ছাড়া ৩টি উইকেট নিয়েছেন রাফিউজ্জামান রাফি। একটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও সাইমুন বশিদ রাতুল।


বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজশাহীতে। তবে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাবার পর দ্বিতীয় ম্যাচটি সরিয়ে আনা হয় ঢাকায়। আগামী কালই (বুধবার) সিরিজের তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball