হার্দিকের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশকে আরপি সিংয়ের খোঁচা

Cricket
হার্দিকের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশকে আরপি সিংয়ের খোঁচা
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট সিরিজে দাপুটে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছে ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচটিতে দুর্দান্ত এক ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে তার দারুণ পারফরম্যান্সকে সেভাবে মূল্যায়ন করছেন না ভারতের সাবেক পেসার রুদ্র প্রতাপ সিং (আরপি সিং)।

টেস্ট থেকে টি-টোয়েন্টি—চেন্নাই, কানপুর ঘুরে গোয়ালিয়রে গেলেও বাংলাদেশের হতাশাজনক ব্যাটিং প্রদর্শনী চলছে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পুরো ২০টি ওভারও খেলতে পারেনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং সহায়ক উইকেটে ১২৮ রানের লক্ষ্য ৪৯ বল আর সাত উইকেট হাতে রেখে জিতে সূর্যকুমারের দল। তবে এই জয়কে রীতিমতো ছোটো করেই দেখছেন আরপি সিং।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে কোনো খেলোয়াড়ের ফর্ম বিবেচনা করা ঠিক না। যেভাবে তারা খেলছে, সেটা সর্বোচ্চ পর্যায়ের মতো নয়।’

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে হার্দিকের ‘নো লুক শট’ ভাইরাল হয়েছে। তাসকিন আহমেদের বলকে বিশেষ ভঙ্গিমায় আলতো করে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে চার মারেন হার্দিক। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি যে পিছনে ঘুরে তাকানোরও প্রয়োজন মনে করেননি।

১৬ বলে ৩৯ রানের হার্দিকের সেই বিধ্বংসী ইনিংস নিয়ে আরপি সিং বলেন, ‘হার্দিক দারুণ খেলেছে। এমন ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে। তবে এমন দলের বিপক্ষে পারফরম্যান্সকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কোনো ভালো দল বা ভালো প্রতিযোগিতায় এমনটা করা যেত।’

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৫ বারের দেখায় বাংলাদেশ জিতেছে কেবল একটি ম্যাচ। বাকি ১৪ ম্যাচের মধ্যে সবগুলোই জিতেছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয় আসে।

আরো পড়ুন: this topic