আরও এক বছর শ্রীলঙ্কার হেড কোচ থাকছেন জয়সুরিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেন। তার সঙ্গে বিশ্বকাপে দায়িত্ব পালন করা মাহেলা জয়বর্ধানেও দায়িত্ব ছাড়েন। শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তখন সনাথ জয়সুরিয়াকে দায়িত্ব দেয়া হয়। মাসখানেকের জন্য শ্রীলঙ্কার দায়িত্ব নেয়া জয়সুরিয়া এবার আগামী এক বছর শ্রীলঙ্কার হেড কোচ দায়িত্বে থাকছেন।


শ্রীলঙ্কা গত জুলাই ও আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচের পর আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি টেস্ট খেলে লঙ্কানরা।


promotional_ad

এসব সিরিজেও কোচের দায়িত্ব পালন করেন জয়সুরিয়া। ভারতকে ওয়ানডে সিরিজ হারানোর পর তার অধীনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জিতে নেয় শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করল দলটি।


সবকিছু বিবেচনা করেই জয়সুরিয়ার গুরুদায়িত্ব বাড়ানো হয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে ছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার।


এর আগে নির্বাচক হিসেবেও শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব পালন করতে যাচ্ছেন জয়সুরিয়া।


শ্রীলঙ্কা তো বটেই, বিশ্ব ক্রিকেটেও সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে তার ২১ হাজারেরও বেশি রান রয়েছে। এ ছাড়াও বল হাতে শিকার করেছেন ৪৪০ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball