ভেস্তে গেল তৃতীয় দিনের খেলা, মাঠে গড়ালো না একটি বলও

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ভেজা আউটফিল্ড এবং আলোকসল্পতার কারণে কারণে তৃতীয় দিনও মাঠে নামতে পারল না বাংলাদেশ এবং ভারত। কানপুরে রবিবার সকাল থেকে আকাশে বৃষ্টি নেই। তবে মাঠের অবস্থা আশঙ্কা হওয়ার মতো ছিল।
মাঠ ভেজা থাকায় একেবারেই খেলা শুরু করা যায়নি। বেশ কিছুক্ষণ ধরে কভার থেকে পানি সরানোর কাজ চলে। প্রথমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা।
মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন তারা। তখন খেলা পরিচালনা সম্ভব না হওয়ায় সাড়ে ১২টায় আবারও মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু সাড়ে ১২ টার দিকেও খেলা শুরুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি আম্পায়াররা।

ফলে বাংলাদেশ সময় আড়াইটায় তৃতীয় দফায় মাঠ পর্যবেক্ষণে নামেন তারা। এরপরও খেলা হয়নি। এর আগে তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৩৫ ওভার।
এদিন বৃষ্টির পেটেই যায় ৫৫ ওভারের মতো। স্বল্প সময়ে কেবল প্রথম সেশনটাই ঠিকমতো হতে পেরেছে। গতকাল বাংলাদেশ করেছে তিন উইকেটে ১০৭ রান। দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।
মুমিনুল আছেন ৪০ রানে, সঙ্গী মুশফিক আছেন ছয় রানে। জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ এবং নাজমুল হোসেন শান্ত ৩১ রানে ফিরে গেছেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১০৭/৩ (৩৫ ওভার) (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*)