নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচিতে ২ ভেন্যুতে খেলবে বাংলাদেশ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর থেকেই অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত সরিয়ে নেয়া হয়ে ২০ ওভারের টুর্নামেন্ট।
কদিন আগে আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানায় বাংলাদেশ আয়োজক থাকলেও এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরোটা হবে সংযুক্ত আরব আমিরাতে। পুরনো সূচি অনুযায়ী, ঘরের মাঠে কেবলমাত্র মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলতেন নিগার সুলতানা জ্যোতিরা।

আইসিসির প্রকাশিত নতুন সূচিতে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতেই। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলবে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাহানারা আলম, জ্যোতিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে আয়োজক বাংলাদেশ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ৫ অক্টোব বাংলাদেশের প্রতিপক্ষ ইংলিশরা। সেই ম্যাচের পর বেশ কয়েকদিন বিশ্রামের সুযোগ পাবেন জ্যোতিরা। যদিও সেই সময় পরের দুই ম্যাচ খেলতে শারজাহ থেকে দুবাইয়ে ভ্রমণ করতে হবে তাদেরকে।
নিজেদের তৃতীয় ম্যাচে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ম্যাচটি দুবাইয়ে হবে ১২ অক্টোবর। এদিকে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হবে ৬ অক্টোবর, দুবাইয়ে। ১০ দলের টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে ১৭ ও ১৮ অক্টোবর। যেখানে প্রথমটি দুবাইয়ে এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শারজাহ। ১৮ দিনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ২০ অক্টোবর, দুবাইয়ে।