রুট-স্মিথের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলল ইংল্যান্ড

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। জেমি স্মিথ, জো রুট, ক্রিস ওকস ও বেন স্টোকসের চার হাফ সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দলটি। পরে ক্যারিবিয়ানদের দুই উইকেট নিয়ে এজবাস্টন টেস্টে চালকের আসনে বসেছে দলটি। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড এগিয়ে আছে ৬১ রানে।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুই উইকেটে ৩৩ রান। সফরকারীদের ২৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। তিন উইকেটে ৩৮ রানে শনিবার খেলা শুরু করা ইংলিশরা দ্রুতই হারায় অলি পোপ ও হ্যারি ব্রুকের উইকেট।
৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারা চলে যাওয়া দলটিকে পথ দেখান রুট এবং স্টোকস। দুজন মিলে ১১৫ রানের জুটি গড়েন। পঞ্চাশ ছোঁয়ার পর আলজারি জোসেফের এক বাউন্সারে পুল করে ক্যাচ দেন স্টোকস।

ইংলিশ অধিনায়ক একটি ছক্কা ও পাঁচটি চারে ৬৯ বলে ৫৪ রান করে ফিরে যান। তার বিদায়ের কোনো প্রভাব দলের উপর পড়তে দেননি রুট ও স্মিথ। রানের গতি ধরে রেখে ৬২ রানের জুটিতে দলকে এগিয়ে নেন দুজন।
এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। এরপর অবশ্য বেশিক্ষণ টেকেননি তিনি। গুড়াকেশ মোতির নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি। ১২৪ বলে খেলা ৮৭ রান আসে তার ব্যাটে।
স্মিথ ও ওকসের ব্যাটে পরবর্তী সময়ে লিড পেয়ে যায় স্বাগতিকরা। অষ্টম উইকেটে দুজন গড়েন ১০৬ রানের জুটি। শামার জোসেফের নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১০৯ বলে ৯৫ রান করেন তিনি।
এদিকে পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি ওকসও। ৭৮ বলে ৬২ রান করেন তিনি। শেষদিকে ১৬ বলে ২১ রান করে ইংল্যান্ডকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দেন গাস অ্যাটকিনসন। ক্যারিবিয়ানদের হয়ে ১২২ রানে চার উইকেট নেন আলজারি জোসেফ। জেইডেন সিলস তিন উইকেট নেন ৭৯ রানে।
এরপর ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই ফিরে যান ক্রেইগ ব্র্যাথওয়েট। ১৮ বলে আট রান করে ফিরে যান কার্ক ম্যাকেঞ্জিও। ক্যারিবিয়ানদের হয়ে তৃতীয় দিন শুরু করবেন মিকাইল লুইস (৩৮ বলে ১৮*) এবং অ্যালিক আথানাজে (২৩ বলে ৫*)।