ওয়ানডে বিশ্বকাপের আত্মবিশ্বাস আফগানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মন্ত্র

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ
১৯ ফেব্রুয়ারি ২৫
ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপটি স্বপ্নের মতো কেটেছে আফগানিস্তান দলের। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছে দলটি। অধিনায়ক রশিদ খান জানিয়েছেন এমনটাই।
গত ওয়ানডে বিশ্বকাপে দশ দলের মধ্যে ছয় নম্বরে ছিল আফগানরা। ৯ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিল হাশমতউল্লাহ শহীদির দল। সমান সংখ্যক ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার পাঁচে ছিল পাকিস্তান। অর্থাৎ অল্পের জন্য সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি আফগানিস্তান।

তবে পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে হারিয়ে ক্রিকেট বিশ্বে একরকম তাক লাগিয়ে দেয় আফগানরা। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির ম্যাচটিও জেতার পথেই ছিল আফগানরা। সেই বিশ্বকাপের আত্মবিশ্বাস নিয়েই এবারের বিশ্বকাপে এসেছে দলটি।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
রশিদ খান বলেন, 'গত বিশ্বকাপ (২০২৩) আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। সেখান থেকেই আমাদের বিশ্বাস হচ্ছে আমরা যে কাউকে যেকোনো সময় হারিয়ে দিতে পারি। এখানে শুধু স্কিল বা প্রতিভার কথা বলছি, বলছি বিশ্বাসের কথা। আমরা অন্য দেশগুলো কী করছে সেটা চিন্তা না করে নিজেরা কী করছি সেটা নিয়েই মনোযোগ দিচ্ছি।'
এমন আগ্রাসী মানসিকতার ফলও পেয়েছে রশিদবাহিনী। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি। আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে ১৮৩ রান করার পর বোলিংয়ে এসে উগান্ডাকে মাত্র ৫৮ রানে অলআউট করে ১২৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
রশিদ আরও বলেন, 'দল হিসেবে আমরা এমনই একটি শুরু চেয়েছিলাম। আমরা কার সঙ্গে খেলছি সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে নিজেদের মাইন্ডসেট। গত কয়েকসপ্তাহ আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি, ওপেনাররা যেভাবে শুরু করেছে এবং বোলাররা যেভাবে বোলিং করেছে... সবমিলিয়ে এটা দারুণ এক দলীয় প্রচেষ্টা।'