বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে মুশফিক-সাইফউদ্দিন-মিরাজ
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল ও ডিপিএলে পারফর্ম করে ১৮ মাস পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টদের মন ভরাতে পারেনি পেস বোলিং এই অলরাউন্ডার। বিপিএলে ডেথ ওভারে দারুণ সব ইয়র্কার দিলেও জিম্বাবুয়ের সঙ্গে তেমনটা করতে পারেননি তিনি। প্রত্যাশা মেটাতে না পারায় বাদ পড়েছেন বিশ্বকাপ খেলার খুব কাছে থাকা সাইফউদ্দিন।
বিশ্বকাপে সুযোগ না হলেও সাইফউদ্দিনকে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফ স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন ২১ সদস্যের এই দলে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের হতে যাওয়া বিশ্বকাপ দলে নেই মিরাজ।

ডিপিএলের এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৩ সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ১৩ ম্যাচে ৬২৩ রান করেছিলেন পারভেজ হোসেন ইমন। এমন পারফরম্যান্সের পর সবশেষ জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঁহাতি এই ওপেনারের। কোন ম্যাচ খেলে বাদ পড়া পারভেজ ইমনের সুযোগ হয়নি বিশ্বকাপ দলেও। তরুণ এই ক্রিকেটারও আছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে।
ব্যাট হাতে ডিপিএলের এবারের আসরটা দারুণ কাটিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রানার্স করতে ব্যাটিংয়ে অবদান রাখেন তিনি। তরুণ এই উইকেটকিপার ব্যাটার ১৬ ম্যাচে করেছেন ৬৪৭ রান। অঙ্কনের চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউই। ১৩ ম্যাচে ৫৬৩ রান করা এনামুল হক বিজয়ও আছেন স্কোয়াডে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা নুরুল হাসান সোহানও সুযোগ পেয়েছেন।
সবশেষ ডিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন আবু হায়দার রনি। মোহামেডানের জার্সিতে খেলা বাঁহাতি এই পেসার ১৬ ম্যাচে নিয়েছেন ৩১ উইকেট। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা আবু হায়দারকে ক্যাম্পে ডেকে নিয়েছেন নির্বাচকরা। ২৬ মে থেকে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কয়েক ধাপের এই ক্যাম্প। যেখানে টেকনিক এবং মানসিকতার উপর জোর দেয়া হবে।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড- সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনি।