স্কিলে ঘাটতি নেই, মানসিকতা পরিবর্তন করতে হবে: শান্ত
.jpeg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর উইকেটের অজুহাত দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দেশের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ভালো উইকেটে খেলতে না পারার আক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি। এমনকি দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
যদিও সেই আশ্বাস রাখতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। যুক্তরাষ্ট্রের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে ১৩৮ রানে।

এমন হারের পরও শান্ত মনে করেন স্কিলের কোনো ঘাটতি নেই তাদের। মানসিকতায় পিছিয়ে থাকার কারণেই তাদের হারতে হয়েছে। সেই সঙ্গে মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোকে হারের কারণ হিসেবে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেছেন, 'খুবই হতাশাজনক আমাদের জন্য। আমরা মাঝের ওভারগুলোতে উইকেট হারিয়েছি, এ কারণেই আমরা হেরেছি। আমরা ভালো খেলিনি কিন্তু পরবর্তী ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে আমাদের। আমাদের মাইন্ডসেটে (মানসিকতায়) পরিবর্তন আনতে হবে। আমাদের স্কিলে কোনো ঘাটতি নেই।'
এই ম্যাচে টপ অর্ডারে রানের দেখা পাননি সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা। শান্ত, সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। শেষের দিকে দলের চাহিদা মেটাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। ফলে এই ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজ শেষেই বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার তাই বড় চিন্তার কারণ হতে চলেছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যাটারদের কঠিন লড়াই করতে হচ্ছে।