promotional_ad

স্বপ্ন সত্যি হচ্ছে ফ্রেজার-ম্যাকগার্কের, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সফরসঙ্গী তিনিও

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় আফসোস ছিল না জেক ফ্রেজার-ম্যাকগার্কের। তারকাবহুল দলে জায়গা না পাওয়াটাই 'স্বাভাবিক' ধরে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তবে সুযোগ পেলে দলের 'সফরসঙ্গী' বা 'রিজার্ভ' ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিমান ধরতে চেয়েছিলেন তিনি। তার সেই স্বপ্নই এবার পূরণ হতে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবেই যাচ্ছেন তিনি। তার সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাচ্ছেন ম্যাট শর্ট। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এসেছে এমন খবর।


গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করেন ফ্রেজার-ম্যাকগার্ক। সেটি ‘লিস্ট এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছিল। এই ম্যাচ দিয়ে আলোচনায় আসা ফ্রেজার-ম্যাকগার্ক বিগ ব্যাশে ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেন।


চলতি আইপিএলেও বিশ্ব ক্রিকেটকে তাণ্ডব দেখিয়েছেন তরুণ এই ওপেনার। দুটি ম্যাচে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৯ ইনিংসে চার হাফ সেঞ্চুরিতে ২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছেন দিল্লি ক্যাপিটালসে খেলা এই ওপেনার।


promotional_ad

বিশ্বকাপ দল ঘোষণার পর 'রিজার্ভ' হিসেব জায়গা করে নেয়ার ব্যাপারে ফ্রেজার-ম্যাকগার্ক বলেছিলেন, 'সফরসঙ্গী বা রিজার্ভ হিসেবে যদি একটি জায়গা পেয়ে যাই, তাহলে দারুণ হবে। ওখানে গিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারব। জায়গা না পাওয়া আমাকে খুব একটা ভাবায়নি।'


'কারণ আমি এখনও এমন কিছু করিনি যে মনে হতে পারে, দলে জায়গা অর্জন করে নিতে পারি। আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি আলাদা। এটাও বুঝতে হবে যে, দলে জায়গা বের করা কঠিন।'


ট্রাভিস হেড, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলসহ অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার বর্তমানে আইপিএলে খেলছেন। যার যার দলের খেলা শেষেই দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে অজিদের। সেখান থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন ক্রিকেটাররা।


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্স।


ট্রাভেলিং রিজার্ভ- জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাট শর্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball