promotional_ad

রাজস্থানকে ২ নম্বরে ওঠার সুযোগই দিলো না বৃষ্টি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গুয়াহাটিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি। ফলে বৃষ্টির বাগড়ায় সমাপ্ত হলো এবারের আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। এ কারণে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার সুযোগই পেল না রাজস্থান।


গুয়াহাটিতে এ দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। একবার অবশ্য ম্যাচ হওয়ার সম্ভাবনাও জেগেছে। হয়েছে টসও। আম্পায়াররা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাত ওভার করে ম্যাচটি পরিচালনা করতে চেয়েছিলেন।


promotional_ad

টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল কলকাতা। টসের পর পুনরায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


রবিবার দিনের প্রথম খেলায় পাঞ্জাব কিংসকে চার উইকেটে হারায় হায়দরাবাদ। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান দখল করে তারা। তখন পর্যন্ত রাজস্থানের পয়েন্ট ছিল ১৬। কলকাতাকে হারাতে পারলেই পুনরায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠতে পারত তারা।


কিন্তু বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে, যার কারণে হায়দরাবাদের মতোই ১৭ পয়েন্ট তুলতে পেরেছে রাজস্থান। কিন্তু রানরেটের সমীকরণে পিছিয়ে আছে তারা। হায়দরাবাদের রান রেট +০.৪১৪। আর রাজস্থানের +০/২৭৩।


২১ মে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। ২২ মে এলিমিনেটর ম্যাচে লড়বে চেন্নাই সুপার কিংসকে বিদায় করে শীর্ষ চারে ওঠা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থানের মধ্যে। ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৬ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ আহমেদাবাদ ও পরের দুটি ম্যাচ চেন্নাইতে অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball