স্টার স্পোর্টসের বিরুদ্ধে রোহিতের গুরুতর অভিযোগ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপা জেতানোর পরও আইপিএলের এবারের আসরের আগে হুট করেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজি। মুম্বাইয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলটির সমর্থকরা। যার প্রমাণ পাওয়া গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুসারী কমতে থাকায়। শুধু তাই নয় রোহিত সমর্থকরা মাঠে এসে প্রায় প্রতি ম্যাচেই দুয়ো দিয়েছেন হার্দিককে।
অধিনায়কত্ব হারানোর পর থেকেই রোহিতের মুম্বাই ছাড়ার গুঞ্জন উঠতে থাকে। বেশিরভাগ সাবেক ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষকরাও একই ধরনের মতামত জানিয়েছেন। এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রকাশিত এক ভিডিওতে। যেখানে ম্যাচের আগে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে আলাপ করছিলেন রোহিত।
তাদের দুজনের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়ে যায় পরোক্ষণেই। যেখানে অভিষেক নায়ারকে রোহিত বলছিলেন, ‘প্রতিটি জিনিস পরিবর্তন হচ্ছে। এটা ওর ওপরে। যাই হোক ওটা আমারও ঘর, ওই মন্দির আমি বানিয়েছি। আমার কী, আমার তো এটাই শেষ।’

অভিষেক নায়ারের সঙ্গে হওয়া কথোপকথন ভাইরাল হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন রোহিত। এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে রোহিতকে বলতে শোনা যায়, ‘ভাই, অডিওটা বন্ধ করেন, এমন একটা অডিও আমাকে ঝামেলায় ফেলে দিয়েছে।’
আইপিএলে নিজেদের মৌসুম শেষ হওয়ার পর সেটার ক্ষোভই ঝাড়লেন টুইটারে। যেখানে এক্সক্লুসিভ কন্টেন্ট তৈরির নেশায় ক্রিকেটারদের গোপনীয়তা ভঙ্গ করায় স্টার স্পোর্টসকে এক হাত নিয়েছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক।
এমন কিছু ক্রিকেটের সঙ্গে ক্রিকেটার ও সমর্থকদের সম্পর্কে ভাঙন ধরাবে জানিয়ে রোহিত বলেন, ‘ক্রিকেটারদের জীবন এখন এতটাই অনুপ্রবেশকারী হয়ে উঠেছে যে ম্যাচের দিন কিংবা অনুশীলনে আমাদের বন্ধু, সহকর্মীদের সঙ্গে গোপনীয়তা এবং প্রতিটি পদক্ষেপও রেকর্ড করছে।’
‘স্টার স্পোর্টসকে বারণ করার পরও তারা আমাদের কথোপকথন রেকর্ড করেছে এবং প্রচার করেছে। যেটা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করেছে। ভিউ এবং এঙ্গেজমেন্টের জন্য এক্সক্লুসিভ তৈরির এই হুজুগ একদিন সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের সম্পর্কেও ভাঙন ধরবে। আশা করি সবার শুভবুদ্ধি উদয় হবে।’
অধিনায়ক হিসেবে মুম্বাইয়ের জার্সিতে হার্দিকের অভিষেক মৌসুমটা ভালো কাটেনি। ১০ দলের আইপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে শেষ করেছে মুম্বাই। সবচেয়ে সফলতম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচিত হওয়া মুম্বাইকে পাঁচ শিরোপা জেতানো রোহিতও ছিলেন না নিজের সেরা ছন্দে। যদিও পুরো মৌসুমে ১৪ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে ৪১৭ রান করেছেন রোহিত। সমান একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন তিনি।