ভারত-পাকিস্তান ফাইনাল চান কাইফ, বেছে নিলেন সেরা চার দল

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র দিন দশেক পরেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা নিজেদের পছন্দের দলগুলোকে নিয়ে বিভিন্ন আলোচনা তুলে ধরছেন। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফও।
তিনি সম্ভাব্য চার সেমি ফাইনালিস্ট বেছে নিয়েছেন। যদিও নিজের সেরা চারে শক্তিশালী ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাকে রাখেননি কাইফ। ওয়েস্ট ইন্ডিজে ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তান অথবা অস্ট্রেলিয়ার সেমি ফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন তিনি।

আইসিসির টুর্নামেন্টে নিয়মিত ধারাবাহিক পারফরম্যান্স করে নিউজিল্যান্ড। তাই সেরা চারে কাইফের প্রথম পছন্দ কিউইরাই। পাকিস্তান সেমি ফাইনালে জায়গা করে নিলে ভারতের সঙ্গে তাদেরকেই ফাইনালে চান ভারতের এই সাবেক ব্যাটার।
তিনি বলেন, 'কোনো না কোনোভাবে নিউজিল্যান্ড সেরা চারে জায়গা পেয়ে যাবে। আইসিসির টুর্নামেন্টে আপনি কোনোভাবেই তাদের হিসেব থেকে বাদ দিতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু নিজেদের মাঠে বিশ্বকাপ খেলবে তারা ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে।'
পাকিস্তানের সম্ভাবনা নিয়ে কাইফ বলেন, 'আমি জানি না অস্ট্রেলিয়া অথবা পাকিস্তানের কেউ সেমি ফাইনালে খেলবে। পাকিস্তান যদি সেমি ফাইনালে খেলে সেমি ফাইনাল বা ফাইনালে যদি আমরা তাদের বিপক্ষে খেলি দারুণ ব্যাপার হবে। তবে ভারত-পাকিস্তান ফাইনাল কেন নয়?'
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। তারা কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের স্লো অ্যান্ড লো উইকেটের কথা চিন্তা করেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। কাইফ মনে করেন তারা নিজেদের দিনে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।
কাইফের ভাষ্য, 'সর্বশেষ বিশ্বকাপের চেয়ে আমরা এবার অনেক ভালো বোলিং লাইন আপ নিয়ে খেলতে যাচ্ছি। আমাদের চাহাল ছিল কিন্তু আমরা তাকে একাদশে রাখতে পারিনি। এই বছর আমাদের কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও জাদেজা রয়েছে। তারা প্রত্যেকেই ভালো স্পিনার। তারা অভিজ্ঞ এবং উইকেট শিকারি। নিজেদের দিনে তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বুমরাহ গত বছর খেলেনি। আশা করি এই বিশ্বকাপে সে তুরুপের তাস হবে।'