২০২৬ থেকে পিএসএল হবে ৮ দলের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দলের সংখ্যা বাড়তে পারে। অবশেষে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুটি দল বাড়ানোর ঘোষণা দিয়েছে আয়োজকরা। তবে আগামী আসর থেকেই নয় ২০২৬ সালে পিএসএলে দেখা যাবে আটটি দলকে।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে ২০২৫ সালেই সর্বশেষ ৬ দলের দলের পিএসএল আয়োজন হবে। এরপর দশম মৌসুমের আগে পিএসএলে আর কোনো দল বাড়বে না বলে জানিয়েছে পিসিবি।

এবারই প্রথমবারের মতো পিএসএলের কতৃপক্ষরা নিশ্চিত করেছে দল বাড়ানোর ব্যাপারে। পিএসএলের শুরুটা হয়েছিল ৫ দল নিয়ে। ২০১৮ সালে মুলতান সুলতান্স যোগ হলে পিএসএল ৬ দলের টুর্নামেন্ট হয়ে দাঁড়ায়।
২০২৫ সালে পিএসএলের দলগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দুই বছর পর পিএসএলে যোগ দিলেও চুক্তি নবায়ন করা হবে মুলতানের। অবশ্য দশম আসরের পর প্রতিটি দলই একজন আইকন ক্রিকেটার সাক্ষরের প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২০২৫ সালের পিএসএলের প্লে অফ ও ফাইনাল হতে পারে ইংল্যান্ডে। মে মাসের মাঝামাঝি প্রচন্ড গরম আবহাওয়া থাকে লাহোরে। উত্তাপ থাকে ৪০ সেলসিয়াসের কাছাকাছি। এ কারণেই সেই সময় পিএসএলের প্লে অফ ও ফাইনাল আয়োজন করতে পারে ইংল্যান্ডে।
পিএসএলকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে এই পদক্ষেপ নিতে চলেছে পিসিবি। এর আগে লম্বা সময় পিএসএল আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইংল্যান্ডে পিএসএলের প্লে অফ ও ফাইনাল আয়োজন করলে তা অনেক বেশি খরচ সাপেক্ষ হবে।