promotional_ad

২০২৬ থেকে পিএসএল হবে ৮ দলের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দলের সংখ্যা বাড়তে পারে। অবশেষে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুটি দল বাড়ানোর ঘোষণা দিয়েছে আয়োজকরা। তবে আগামী আসর থেকেই নয় ২০২৬ সালে পিএসএলে দেখা যাবে আটটি দলকে।


শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে ২০২৫ সালেই সর্বশেষ ৬ দলের দলের পিএসএল আয়োজন হবে। এরপর দশম মৌসুমের আগে পিএসএলে আর কোনো দল বাড়বে না বলে জানিয়েছে পিসিবি।


promotional_ad

এবারই প্রথমবারের মতো পিএসএলের কতৃপক্ষরা নিশ্চিত করেছে দল বাড়ানোর ব্যাপারে। পিএসএলের শুরুটা হয়েছিল ৫ দল নিয়ে। ২০১৮ সালে মুলতান সুলতান্স যোগ হলে পিএসএল ৬ দলের টুর্নামেন্ট হয়ে দাঁড়ায়। 


২০২৫ সালে পিএসএলের দলগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দুই বছর পর পিএসএলে যোগ দিলেও চুক্তি নবায়ন করা হবে মুলতানের। অবশ্য দশম আসরের পর প্রতিটি দলই একজন আইকন ক্রিকেটার সাক্ষরের প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।


২০২৫ সালের পিএসএলের প্লে অফ ও ফাইনাল হতে পারে ইংল্যান্ডে। মে মাসের মাঝামাঝি প্রচন্ড গরম আবহাওয়া থাকে লাহোরে। উত্তাপ থাকে ৪০ সেলসিয়াসের কাছাকাছি। এ কারণেই সেই সময় পিএসএলের প্লে অফ ও ফাইনাল আয়োজন করতে পারে ইংল্যান্ডে।


পিএসএলকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে এই পদক্ষেপ নিতে চলেছে পিসিবি। এর আগে লম্বা সময় পিএসএল আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইংল্যান্ডে পিএসএলের প্লে অফ ও ফাইনাল আয়োজন করলে তা অনেক বেশি খরচ সাপেক্ষ হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball