promotional_ad

দ্রুতই পাকিস্তানে খেলতে যেতে চান কোহলি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ এক যুগ ধরে ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন বিরাট কোহলি। উপমহাদেশের তো বটেই বিশ্ব ক্রিকেটেই অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে বিবেচনা করা হয় ভারতের সাবেক অধিনায়ককে। পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভক্ত। ভারত, বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়ার মতো পাকিস্তানেও কোহলির ভক্তের সংখ্যা কম নয়। পাকিস্তানে কোহলির ভক্তের সংখ্যাটা কেমন অনুমান করা গিয়েছিল ২০১৯ পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।


ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচে সেদিন কোহলিকে নিয়ে লেখা এক প্ল্যাকার্ড সঙ্গে করে মাঠে এসেছিলেন এক ভক্ত। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা পিএসএলে কোহলিকে চাই।’ কোহলির প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে পিএসএলের সবশেষ কয়েক আসরেও। টুইটারে পাকিস্তানি ইনফ্লুয়েন্সারদের মুখেও কোহলি বন্দনা। শোয়েব আখতার, রমিজ রাজা থেকে বর্তমানের বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ান সবাইকে তাকে প্রশংসায় ভাসিয়েছেন।


promotional_ad

অন্যদের মতো কোহলির পাকিস্তানি ভক্তদের একজন শেহরাজ কাশিফ। তিনি একজন পর্বত আরোহী। মাত্র ১৯ বছর বয়সে উঠেছেন এভারেস্টের চূড়ায়। আরও বেশ কয়েকটি পাহাড়ের চূড়ায় আরোহন করেছেন শেহরাজ। ২০২২ সালে নেপালে ঘুরতে গিয়েছিলেন তিনি। যেখানে পরিচয় ভারতের একজনের সঙ্গে। তার সঙ্গে কথা বলার পর পাকিস্তানের তরুণ এই পর্বত আরোহী জানতে পারেন ভারত ক্রিকেট দলেরসঙ্গে তার যোগাযোগ রয়েছে।


এমন তথ্য জানার পর মজার ছলে কোহলির সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করে তিনি। ভারতীয় এই ব্যক্তি কোহলিকে মেসেজ দিয়ে ভিডিও কল করে কথা বলার ব্যবস্থা করেছেন শেহরাজের সঙ্গে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোহলির সঙ্গে কথা বলার একটি ভিডিও প্রকাশ করে বিস্তারিত গল্প শুনিয়েছেন শেহরাজ। কোহলির সঙ্গে এভাবে কথা বলতে পেরে গর্বিত পাকিস্তানের তরুণ এই পর্বত আরোহী।

ভিডিওর ক্যাপশনে শেহরাজ লিখেছেন, ‘২০২২ সালে আমি নেপালে ছিলাম তখন আমার ভারতের একজনের সঙ্গে কথা হয়। সে আমার কাজের প্রশংসা করে। সে আমাকে বলে তার সঙ্গে ভারত ক্রিকেট দলের যোগ আছে। তখন মজার ছলে আমি বিরাট কোহলির সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করি। আশ্চর্যজনকভাবে সে কোহলিকে মেসেজ দেয় এবং ভিডিও কলে তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়। একজন পাকিস্তানি হিসেবে আমি গর্ব করে স্বীকার করি কোহলি এ যুগের গ্রেটেস্ট ব্যাটার।’


শেহরাজের সঙ্গে কথা বলার সময় দ্রুতই পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন কোহলি। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে ২০১২ সালের পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারত। যার ফলে এখনও পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি কোহলি। তবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৬ সালে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। তবে সরকারের সবুজ সংকেত পেলে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে পারে ভারত।


যার ফলে কোহলির দ্রুতই পাকিস্তানে যাওয়ার ইচ্ছেও পূরণ হতে পারে। পাকিস্তানে যেতে চাওয়া নিয়ে শেহরাজকে কোহলি বলেন, ‘তোমার পরিবার এবং তোমার সব বন্ধুকে আমার শুভেচ্ছা জানিও। আশা করি দ্রুতই আমরা পাকিস্তান সফরে যাব। এখন তো সবাই পাকিস্তানে যেতে শুরু করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball