প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-যুক্তরাষ্ট্র

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র ২ সপ্তাহ পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসর শুরুর আগে প্রায় সবগুলো দলই প্রস্তুতি ম্যাচ খেলে। শুক্রবার সেই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ২৮ মে। ম্যাচটি হবে টেক্সাসের গ্রেন্ড প্রাইরে ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করেনি আইসিসি।
ভারত তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে নিউ ইয়র্কে। সেখানেই তারা নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। যদিও স্বাগতিকদের চাওয়া ভারত টেক্সাসে প্রস্তুতি ম্যাচ খেলুক। মূলত এই দ্বিধাদ্বন্দ্বের কারণেই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঘোষণা করেনি আইসিসি।
এদিকে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই বিশ্বকাপ খেলতে নামবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ইংল্যান্ড। বাকি ১৭টি দলই অন্তত একটি করে হলেও প্রস্তুতি ম্যাচ খেলছে। সবগুলো দলই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচের সূচি-
২৭ মে-
কানাডা বনাম নেপাল
ওমান বনাম পাপুয়া নিউগিনি
নামিবিয়া বনাম উগান্ডা

২৮ মে-
শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস
বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া
২৯ মে-
সাউথ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ
আফগানিস্তান বনাম ওমান
৩০ মে-
নেপাল বনাম যুক্তরাষ্ট্র
স্কটল্যান্ড বনাম উগান্ডা
নেদারল্যান্ডস বনাম কানাডা
নামিবিয়া বনাম পাপুয়া নিউগিনি
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া
৩১ মে-
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান
১ জুন-
বাংলাদেশ বনাম ভারত