আরও ২ বছর ধোনির খেলা দেখতে চান হাসি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
'এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল'- এবারের মৌসুমের শুরু থেকেই এমন প্রশ্ন ধেয়ে আসছিল ভারতের গণমাধ্যমে। যদিও এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি ধোনি বা চেন্নাই সুপার কিংসের কোনো ক্রিকেটার বা কর্মকর্তা। এবার ধোনিকে নিয়ে মুখ খুললেন মাইক হাসি। আরও দুই বছর ধোনিকে আইপিএলে দেখতে চান চেন্নাইয়ের ব্যাটিং কোচ।
এবারের আসরে ১৩ ম্যাচ খেলে দশ ইনিংস ব্যাটিং করেছেন ধোনি। বেশীরভাগ ম্যাচের সাত থেকে নয় নম্বরে ব্যাটিংয়ে নামতে দেখা গেছে এই উইকেটরক্ষককে। মোট আটটি ম্যাচে তাকে আউটই করতে পারেনি প্রতিপক্ষের বোলাররা।

আসরে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছেন এই হিটার। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো সাবেক এই অধিনায়ক আসরে ছক্কা হাঁকিয়েছেন ১২টি, চার মেরেছেন ১১টি। দারুণ ফর্মে থাকা ধোনির এমন ঝড় আরও দুই আসর দেখতে চান হাসি।
তিনি বলেন, 'ব্যক্তিগত দিক থেকে যদি বলি, আমি আশা করব সে আরও দুই বছর ধরে খেলবে। তবে আমাদের আরও অপেক্ষা করতে হবে, দেখতে হবে। সেই একমাত্র ব্যক্তি যে এই ব্যাপারে বলতে পারে। এই মুহূর্তে আমি এই ব্যাপারে (অবসর) সিদ্ধান্ত চাই না।'
৪২ বছর বয়সী ধোনি এখনও সবার আগেই অনুশীলনে আসেন বলে জানিয়েছেন হাসি। চেন্নাইয়ের অনুশীলনে নিয়মিতই বোলারদের চার-ছক্কা হাঁকাতে থাকেন তিনি। হাঁটুর ইনজুরির কারণে ধোনির ব্যাটিং পজিশন নিচের দিকে বলে জানিয়েছেন হাসি।
তিনি আরও বলেন, 'সে এখনও দারুণ ব্যাটিং করছে। সে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। সে ক্যাম্পে যাচ্ছে সবার আগে। অনুশীলন করছে। এই আসরে সত্যিকার অর্থেই সে দারুণ ছন্দে আছে। তার শারীরিক যেসব সমস্যা (ইনজুরি) আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। গত আসর থেকেই তার হাঁটুর ইনজুরি। আসরের শুরু থেকেই সে ইনজুরি নিয়ন্ত্রণ করে খেলছে।'