promotional_ad

সুযোগ থাকলে মারুফাকে ভারত দলে খেলাতেন হারমানপ্রীত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের সঙ্গে অতীত অভিজ্ঞতা সুখকর নয় হারমানপ্রীত কৌরের। গত বছরের বাংলাদেশ সফরে আম্পায়ার নিয়ে বাজে মন্তব্য করে আইসিসির নিষেধাজ্ঞাও পেয়েছিলেন ভারত নারী দলের অধিনায়ক। সেই সব ভুলে কিছুদিন আগেই অবশ্য বাংলাদেশ সফরে আসেন হারমানপ্রীত। সফরে মারুফা আক্তারকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে তার। সুযোগ পেলে তাকে ভারত নারী দলে খেলাতে চান তিনি।


খোদ আইসিসির সাক্ষাৎকারেই এমনটা বলেছেন ভারতের অধিনায়ক। ভারতের বিপক্ষে এবার সেভাবে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। যার কারণে ৫-০ ব্যবধানে সিরিজ হারে স্বাগতিক বাংলাদেশ।


promotional_ad

সেভাবে লড়াইয়ের ইঙ্গিতও দেয়নি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স ছিল মারুফার। চার ইনিংসে ১৩ গড়ে পাঁচ উইকেট নিয়েছেন এই পেসার। এ ছাড়া রাবেয়া খান নেন চার ইনিংসে আট উইকেট।


'বাংলাদেশ থেকে সুযোগ থাকলে কাকে দলে নিতেন' আইসিসির এমন এক প্রশ্নের উত্তরে হারমানপ্রীত বলেন, 'বাংলাদেশ দল থেকে আমি নিতে চাই মারুফা আক্তারকে। আমার কাছে সে অনেক প্রতিভাবান একজন ক্রিকেটার। আমার মনে হয় সে দলে থাকলে আমাদের অনেক সাফল্য এনে দিতে পারবে।'


আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এই আসরের ম্যাচগুলো হবে ঢাকা এবং সিলেটে। যদিও কন্ডিশন ও দর্শক সমর্থন বাংলাদেশের পক্ষে থাকবে, তবুও বিশ্বকাপে বাংলাদেশকে আবারও হারাতে চান হারমানপ্রীত।


তিনি আরও বলেন, 'বাংলাদেশ ঘরের মাঠে খেলবে, তারা এই কন্ডিশন আমাদের চেয়ে অনেক ভালো জানে। দর্শক সমর্থনও তাদের পক্ষে থাকবে। তাদের বিপক্ষে খেলা সবসময়ই রোমাঞ্চকর। আশা করছি তাদের বিপক্ষে আমরা ভালো খেলব।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball