promotional_ad

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৪ সালে ঘরের মাঠে বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজ। মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষেই তাদের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেখা যাবে।


শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ভাগে ৬টি টি-টোয়েন্টি খেলবে তারা। মাঝে দুটি টেস্ট রয়েছে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। এরপর অক্টোবর নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।


আর নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।


promotional_ad

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-


প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা


দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা


প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস


দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস


তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস


প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট


দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট


তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball