promotional_ad

বিশ্বকাপ জেতার ভাবনাতেই পাকিস্তান দলে আমির

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় চার বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। জাতীয় দলে ফিরতেই চিরচেনা রূপে দেখা গেছে পাকিস্তানের এই পেসারকে। জাতীয় দলে ফেরার কৃতিত্ব আমির দিচ্ছেন শাহীন শাহ আফ্রিদি এবং পিসিবিকে।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেটি ছিল আমিরের ফেরার ম্যাচ। যদিও সেই ম্যাচে মাত্র দুই বলই হয়। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পাকিস্তান হারায় সাত উইকেটে।


promotional_ad

সেই ম্যাচে তিন ওভারে মাত্র ১৩ রান দেন আমির। উইকেট নেন দুটি। এই ম্যাচে মাঠে নামার আগেই পিসিবির কাছে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুভূতি ব্যক্ত করেন আমির। সেখানেই কৃতিত্ব দেন শাহীনকে।


আমির বলেন, ‘(আমাকে ফেরানোর) কৃতিত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শাহীনের। তারা আমার ওপর আস্থা রেখে ফিরিয়েছে। তাদের আস্থা পূরণের একটা চাপ আমি অনুভব করছি। আমি প্রায় চার বছর পর ফিরছি। আপনি যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, মুহূর্তটা অন্য রকম। সত্যি বলতে কি, এটা আমার কাছে অভিষেক সিরিজের মতো লাগছে।’


পাকিস্তানকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতানোর জন্যই আমিরকে ফেরানো হয়েছে বলে দাবি করেন এই পেসার। যদি পাকিস্তান আসলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবেন আমির।


তিনি বলেন, ‘আমি প্রথম আসি ২০০৯ সালে এবং পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপর আমি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলি, আমরা চ্যাম্পিয়ন হই। পিসিবি ম্যানেজমেন্ট আমাকে অল্প সময়ের জন্য, মানে বিশ্বকাপের জন্য ফিরিয়েছে।’


‘সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় পাকিস্তান দল সেমিফাইনাল ও ফাইনালে খেলেছে। একটা লাইন আছে (টুর্নামেন্ট জেতা), এটা আমাদের অতিক্রম করতে হবে। এই অর্জন যদি হয়েই যায়, তাহলে সেই দলে থাকার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball