দিল্লির হয়ে আইপিএল শেষ এনগিডির, বদলি ফ্রেজার-ম্যাকগার্ক

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
লোয়ার ব্যাক (পিঠের নিচের অংশ) ইনজুরির কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন লুঙ্গি এনগিডি। সাউথ আফ্রিকার এই পেসারের বদলে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ককে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
১৫ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপিতে দিল্লি শিবিরে অংশ নিয়েছেন। এবারই প্রথমবারের মতো আইপিএল খেলতে দেখা যাবে ফ্রেজার-ম্যাকগার্ককে।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ ফ্রেজার-ম্যাকগার্ক। চলতি বছরে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন ২১ বছর বয়সী এই মারকুটে ব্যাটার। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৭টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
ব্যাট হাতে ফ্রেজার-ম্যাকগার্ক করেছেন ৬৪৫ রান। স্ট্রাইক রেট ১৩৩.৫৪। ব্যাটিংয়ের পাশাপাশি এই তরুণ লেগ স্পিনও করে থাকেন। যদিও বল হাতে এই ম্যাচগুলোতে কোন উইকেট পাননি তিনি।
মূলত দিল্লির অস্ট্রেলিয়ান হেড কোচ রিকি পন্টিংয়ের সিদ্ধান্তেই দলটিতে পাড়ি জমিয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। কিছুদিন আগে যখন তার আন্তর্জাতিক অভিষেক হয়, তখনই পন্টিং তাকে আগামীতে সব ফরম্যাটের 'তারকা' বলে টুইট করেছিলেন।
এদিকে আইপিএলের নিয়মিত মুখ হলেও ম্যাচ সংখ্যায় সেভাবে 'নিয়মিত নন' এনগিডি। বারবার ইনজুরিতে পড়া এই ক্রিকেটার মাত্র ১৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৮.৩ ইকোনমি রেট এবং ১২.৯৬ স্ট্রাইক রেটে উইকেট পেয়েছেন ২৫ টি।