‘আগে সিরিজ জয় তারপর হোয়াইটওয়াশ’

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
রান তাড়ায় শুরুতে বড় ধাক্কা খেলেও নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে দাপুটে জয়ই পেয়েছে বাংলাদেশ। সিরিজে এগিয়ে থেকে ১৫ মার্চ খেলতে নামবে স্বাগতিকরা। তাসকিন আহমেদের চাওয়া দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।
আগে ব্যাটিং করতে নেমে পাথুম নিশানকা ও আভিস্কা ফার্নান্দো ঝড়ো শুরু এনে দিলেও লাগাম টেনে ধরেন তানজিম হাসান সাকিব। মাঝে কুশল মেন্ডিস গলার কাঁটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটা শেষ পর্যন্ত হতে দেয়নি বাংলাদেশ। শেষের দিকে তাসকিন ও শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে আটকে দেয় চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লিটন দাস, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয় ফিরেছেন দলের রান যখন কেবলই ২৩। এমন বিপর্যয় সামলে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আপাতত সিরিজ জয়ে চোখ রাখলেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার ইচ্ছে তাসকিনের।
বিসিবির ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরো দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য। এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।’
বাংলাদেশকে জেতাতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল শান্ত। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন। এরপর মুশফিকের সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি। শান্ত নিজে খেলেছেন অপরাজিত ১২২ রানের ইনিংস।
শান্তর এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত তাসকিন। ডানহাতি এই পেসার বলেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরো ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’