promotional_ad

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ অনুশীলনের ঘাটতি কমাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ! এমন গুঞ্জন ছিল আগে থেকেই। এবার বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলার আনুষ্ঠানিক ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ক্রিকেট। বাংলাদেশ ছাড়াও কানাডার সঙ্গে সিরিজ খেলবে বিশ্বকাপের সহ আয়োজকরা।


আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের আগে কেবল মাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। মে মাসের প্রথম সপ্তাহে শেষ হবে সিরিজটি। যার ফলে প্রায় ২০ দিনের মতো ম্যাচ না খেলে থাকতে হবে নাজমুল হোসেন শান্তদের।


promotional_ad

ম্যাচ অনুশীলনের যাতে ঘাটতি না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদেরই মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২১ মে। বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৩ এবং ২৫ মে। সবগুলো ম্যাচ হবে টেক্সাসের হিউস্টনে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচের দুটিই হবে যুক্তরাষ্ট্রে।


যার ফলে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে বাংলাদেশের ক্রিকেটারদের। এর আগেও অবশ্য যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা আছে টাইগাররদের। ২০১৮ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসানরা।


বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে কানাডার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। ৭ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ হবে ৯, ১০, ১২, এবং ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনে। এটিকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে তারা।


বাংলাদেশ ও কানাডার বিপক্ষে সিরিজ আয়োজনের ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত যুক্তরাষ্ট্রের বোর্ড প্রধান ভেনু পিসিক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ খেলাগুলো আমাদের দলের কম্বিনেশন ও পরিকল্পনা করতে বড় সহায়তা করবে। ম্যাচ আয়োজনের সমর্থন দেয়ায় আইসিসি, ক্রিকেট কানাডা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball