promotional_ad

বিপিএলে ৩ ম্যাচে মিলারের আয় দেড় কোটি টাকারও বেশি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবারের মতো ফরচুন বরিশালকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জেতাতে এবার কার্যকরী ভূমিকা পালন করেছেন ডেভিড মিলার। সাউথ আফ্রিকার এই হার্ডহিটারকে এবার তিন ম্যাচের জন্য পেয়েছিল বরিশাল। জানা গেছে, এই তিন ম্যাচে মিলারকে দেড় লাখ মার্কিন ডলার দেয় বরিশাল। এই তিন ম্যাচে মিলার করেন ৪৭ রান। যেখানে দুটি হার না মানা ইনিংসও ছিল।


বিপিএলে অবশ্য দুটি ম্যাচে খেলার কথা ছিল মিলারের। কেননা বিপিএলের ফাইনালের সময়ই তার বিয়ের অনুষ্ঠান ছিল। পরে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে বরিশাল যখন ফাইনাল নিশ্চিত করে, তখন নিজের বিয়ে পেছানোর সিদ্ধান্ত নেন মিলার।


promotional_ad

সেই সময়ে জানা গিয়েছিল ক্রিকেটের প্রতি টান থেকে বিপিএল ফাইনাল খেলার সিদ্ধান্ত নেন মিলার। আদতে এমন কিছু নয়, আর্থিক দিক বিবেচনা করেই বিয়ে পিছিয়েছেন মিলার। এমনটা দাবি করছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।


পাকিস্তানের এ স্পোর্টস টিভির জনপ্রিয় প্রোগ্রাম দ্য প্যাভিলিয়নে পিএসএল নিয়ে আলাপকালে আকরাম এ নিয়ে কথা বলেন, ‘একটা তথ্য জানতে পেরেছি। কারণ, আজ আমাদের আলোচনা হচ্ছিল বিপিএলের জয়ী দল নিয়ে। পিএসএল শুরু হওয়ায় বিপিএল দেখা হয়নি।’


‘জানতে পেরেছি, তিন ম্যাচের জন্য ডেভিড মিলার দেড় লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা) প্রস্তাব পেয়েছিল। আর এ কারণেই নাকি সে বিয়ে পিছিয়ে দিয়েছে।’


গত ১ মার্চ বিপিএলের ফাইনাল ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচটি খেলেছিল বরিশাল। পেছানোর পর মিলারের বিয়ে হয়েছিল ১০ মার্চ। দীর্ঘ দিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করেন মিলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball