promotional_ad

‘ডাক্তার পা কেটে ফেলার কথাও বলেছিল’, ক্রিকেটে ফেরার পর পান্ত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ঋষভ পান্ত। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমী তাকে 'ফিট' ঘোষণা দেয়ায় ম্যাচ খেলতে আর কোনও বাধা নেই এই উইকেটরক্ষক ব্যাটারের। এখনও নিজের প্রত্যাবর্তন বিশ্বাস হচ্ছে না পান্তের, মনে হচ্ছে আবারও অভিষেক হচ্ছে তার।


লম্বা সময় পর আসন্ন আইপিএলে মাঠে নামবেন পান্ত। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে কয়েকসপ্তাহ আগেই বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি। এবার উইকেটরক্ষক ব্যাটার হিসেবেও প্রস্তুত তিনি।


নিজের ফেরা নিয়ে পান্ত বলেন, 'আমি খুবই রোমাঞ্চিত, আবার একই সঙ্গে কিছুটা নার্ভাসও (উদ্বিগ্ন)। মনে হচ্ছে আবারও আমার অভিষেক হচ্ছে। আমি চাইলেও সেই ঘটনা ভুলতে পারব না। আমি ওই ঘটনা সম্পর্কে খুব বেশি ভাবতে চাই না, আক্ষেপ করতে চাই না, যেন এটা আমাকে হতাশ না করে। খুব হালকাভাবে নেওয়ার চেষ্টা করছি। আমি কী করতে পারব, নিজের কতটা উন্নতি করতে পারব, সেদিকে মনোযোগ দিয়েছি।'


promotional_ad

‘যখন আমার দুর্ঘটনা ঘটে, আমার মনে হয়েছে ঐশ্বরিক কিছু আমাকে বাঁচিয়েছে। আমি শুধু হাঁটুতে চোট পেয়েছি, যে দুর্ঘটনা ঘটেছে কল্পনাও করতে পারি না, এর চেয়ে কতটা খারাপ হতে পারত। ডাক্তার এমনকি অঙ্গছেদের (পা কাটা) কথাও বলেছে।’


বাজেভাবে আহত হওয়ার কারণে ঘরের মাঠে বিশ্বকাপও খেলতে পারেননি পান্ত। এটাই তাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজও খেলতে চেয়েছিলেন পান্ত। যদিও ফিট হতে পারেননি তিনি। অবশ্য বিসিসিআইয়ের চাওয়া ছিল, আগে টি-টোয়েন্টিতেই ফিরুক পান্ত।


পান্ত আরও বলেন, 'এটা অনেক হতাশার ছিল। জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে আলোচনা করে আমরা বিশ্বকাপকে ফেরার লক্ষ্য বানিয়েছিলাম। সবাই ২০০ শতাংশ দিয়েছি। তবে আমার হাঁটু চাপ নিতে পারেনি। ওই সময়টা থেকেই আমি নিজেকে আরও চাপ দিতে শুরু করি। যখন আপনি ছোট লক্ষ্য ঠিক করবেন, সেটা আরও উদ্যমী করতে সাহায্য করবে। এটা ভালো টেস্ট ইনিংস খেলার প্রক্রিয়ার মতো।'


'ইংল্যান্ড সিরিজের আগে ফিট হওয়ার চেষ্টা করছিলাম। বিসিসিআই দীর্ঘ সংস্করণে খেলানোর জন্য তাড়াহুড়ো করেনি। তারা ধীরে ধীরে কাজের চাপ বাড়িয়েছে। কেউ যদি আপনার পাশে এভাবে থাকে, আপনার প্রশংসা করতেই হবে। তাদের পরামর্শ ছিল, আমি আগে টি-টোয়েন্টিতে ফিরি, এরপর যেন কাজের চাপ বাড়াই।'


২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হন পান্ত। পুরো শরীরেই নানান ইনজুরি বাঁধে তার। তারপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। স্বাভাবিকভাবেই খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন পান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball