নবির অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি সমতায় শেষ করতে শারজাহতে ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে হতো আয়ারল্যান্ডকে। কিন্তু মোহাম্মদ নবির অলরাউন্ড পারফরম্যান্স এবং শেষ ২৬ রানে শেষ আট উইকেট হারিয়ে সেই সহজ কাজটা কঠিন হয়ে যায় আইরিশদের। ফলে ১১৭ রানে ম্যাচ হারের পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজও হারল আইরিশরা।
২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। শূন্য রানে অ্যান্ডি বালবির্নির উইকেট হারালেও পল স্টার্লিং এবং কার্টিস ক্যাম্ফার দেখেশুনে খেলতে থাকেন। ৭৭ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা। ৫৩ বলে ৫০ রান করে বিদায় নেন অধিনায়ক স্টার্লিং।

তারপর সেই অবস্থায় ৯৩ রান পর্যন্ত যায় দলটি। এরপরই ছন্দপতন হয় দলটির। অভিজ্ঞ নবি এবং অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতের ঘূর্ণি সামলাতে হিমশিম খায় তারা। এই দুজনন ভাগাভাগি করে নেন নয় উইকেট।
ইংল্যান্ড সফরের উইন্ডিজ স্কোয়াডে জাঙ্গু ও অ্যান্ড্রু
৬ মে ২৫
মাত্র ১৭ রান খরচায় পাঁচ উইকেট নেন নবি। খারোতে নেন ৩০ রান খরচায় চার উইকেট। বাকি এক উইকেট নেন ফজল হক ফারুকি। স্টার্লিং ছাড়া আইরিশদের হয়ে দুই অঙ্কে পৌঁছাতে পারেন কেবল ক্যাম্ফার। ৬৩ বলে ৪৩ রান করেন তিনি।
এর আগে শারজায় দিবারাত্রির ম্যাচে টস জিতে আফগানিদের ব্যাটিং করতে পাঠায় আয়ারল্যান্ড। রহমানউল্লাহ গুরবাজ, অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং নবির দারুণ তিনটি ইনিংসে ৯ উইকেটে ২৩৬ রান তোলে তারা।
৫৩ বলে ৫১ রান আসে সিরিজসেরা নির্বাচিত হওয়া গুরবাজের ব্যাটে। শহীদি করেন ১০৩ বলে ৬৯ রান। শেষদিকে ৬২ বলে ৪৮ রান করেন নবি। বলে ব্যাটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার নেন ৫১ রান খরচায় তিন উইকেট। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান জিতে ৩৫ রানে। তারপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে।