তুষার-সাদমানের হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জের সহজ জয়

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুটা জয় দিয়েই করল লিজেন্ডস অফ রূপগঞ্জ। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে মুমিনুল হকের দল। ব্রাদার্সের দেয়া ২০৩ রানের লক্ষ্য ১৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
এদিন ২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে রূপগঞ্জ। সাদমান ইসলামকে দর্শক বানিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রূপগঞ্জকে উড়ন্ত সূচনা এনে দেন তৌফিক খান তুষার। দুজন মিলে পাওয়ার প্লে'তে স্কোরবোর্ডে যোগ করেন ৮৫ রান।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লে'তেই হাফ সেঞ্চুরি তুলে নেন তুষার। তবে মাইলফলকে পৌঁছে সেখান থেকে নিজেকে বেশিদূরে নিতে পারেননি এই ব্যাটার। দলীয় রান ১০০'র ঘরে পৌঁছানোর আগেই ব্যক্তিগত ৬৬ রানে ফেরেন এই ব্যাটার।
এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলকে ১০০ পার করালেও মোহাম্মদ রিজওয়ান ফেরেন দ্রুতই। ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারানো রূপগঞ্জের পক্ষে এরপর হাল ধরেন সাদমান ও মুমিনুল। তবে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে রাহাতুলের শিকার হন মুমিনুল।
সঙ্গী হারালেও সাদমান তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে দলকে জয়ের খুব কাছে নিয়ে সাদমান আউট হন ৬৭ রানে। তাকেও বিদায় করেন রাহাতুল। ৪ ব্যাটার হারালেও আমিনুল ইসলাম ও শামীম পাটুয়ারির ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। ৬ উইকেটের জয় পায় মুমিনুল হকের দল।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে আল আমিন হোসেনের তোপে পড়ে ব্রাদার্স। পাওয়ার প্লে'তে স্কোরবোর্ড ২৯ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি। তবে মাহামুদুল হাসানের দৃঢ়তায় ম্যাচে ফেরে ব্রাদার্স। কিন্তু দলকে ১০০'র কাছাকাছি নিয়ে ৪২ রানে ফেরেন তিনিও।
১০০'র আগে ৬ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়া ব্রাদার্সকে উদ্ধার করেন অধিনায়ক মনির হোসেন। কিন্তু দলীয় রান ১৫৭ তে পৌঁছালে তিনিও বিদায় নেন। শেষের দিকে নীচের সারির ব্যাটাররা ছোট ছোট রান যোগ করে ব্রাদার্সকে ২০০'র ঘরে নিয়ে যান। ২০২ রানে থামে দলটির ইনিংস। ৩টি করে উইকেট নেন আল আমিন ও শহিদুল।