promotional_ad

বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এবার তারা ওয়ানডে সিরিজে মাঠে নামছে। তবে সিরিজ শুরুর আগের দিন লঙ্কানদের প্রেস কনফারেন্স শুরু হয়ে গেলেও তখনও দল ঘোষণা হয়নি তাদের স্কোয়াড।


লঙ্কানদের প্রধান কোচ ক্রিস সিলভারউডও এই ব্যাপারে প্রশ্ন করায় বেশ অবাক হয়েছিলেন। বিব্রত হওয়ার ভঙ্গিতে তিনি বলেছেন, ‘আমার আসলে কোনো ধারণা নেই বিষয়টা নিয়ে। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনকভাবে প্রশ্নটার উত্তরও তা–ই দিতে পারছি না।’


promotional_ad

অবশ্য সিলভারউডের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি পাথুম নিশাঙ্কা। ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন এই ব্যাটার।


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চমক দেখিয়ে দুই বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারাও।


এ ছাড়া শ্রীলঙ্কা সিরিজে খেলা দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান দলে আছেন। তবে বাদ পড়েছেন আসিথা ফার্নান্দো। ১৩ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। সিরিজের সবকটি ম্যাচের ভেন্যুই চট্টগ্রামের জহুর আহমেদ।


শ্রীলঙ্কা স্কোয়াড- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামাবিক্রমা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাসিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলাগে, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball