promotional_ad

অধিনায়ক হয়েও ভারত সিরিজে নিশ্চিত নয় সাউদি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের মাঠ মানেই পেসারদের দাপট। আর সেখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে বিবর্ণ ছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। অথচ চলতি বছর উপমহাদেশের স্পিন স্বর্গে শ্রীলঙ্কা, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ৬টি টেস্ট খেলার কথা দলটির। ফলে সাউদির একাদশে থাকা নিয়েই শঙ্কা রয়েছে।


সবশেষ বিশ্বকাপের পর উপমহাদেশে বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। স্পিন সহায়ক উইকেটে একাদশে মাত্র দুজন পেসার নিয়ে খেলেছিল কিউইরা। স্বাভাবিক ভাবে ভারত কিংবা শ্রীলঙ্কার বিপক্ষেও একই রকম একাদশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দলে পরিবর্তন আসার ইঙ্গিতটা আগে থেকেই দিয়েছেন কিউই অধিনায়ক।


promotional_ad

এই বিষয়ে সাউদি বলেন, 'দেখি কি হয়, অবশ্যই আপনি যখন এশিয়াতে যান, বিশ্বের যেখানে স্পিন প্রধান হুমকি হয়ে দাঁড়ায়। যার জন্য দলে কিছু পরিবর্তন আনতেই হয়। আমরা যখন সেখানে পৌছাব তখন এই বিষয় দেখা যাবে। তবে আজ রাতেই হয়তোবা এটা নিয়া আমরা আলোচনা করবো, সামনে কি হয় সেটা নিয়ে।'


দলে পরিবর্তন আসলে সাউদির একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ সবশেষ ঘরের মাঠে চার টেস্টে বল হাতে বেশ সাদামাটা ছিলেন এই পেসার। কিছুদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছিলেন মোটে দুই উইকেট। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিলেন চারটি।


সাউদি নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে নিজেদের কাজটা করেছেন ম্যাট হেনরি ও অভিষিক্ত বেন সিয়ার্সরা। হেনরি অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ইনিংসে নিয়েছেন ১৭ উইকেট। এদিকে সিয়ার্স নিজের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছেন।


চলতি বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে কিউইদের। যদিও এর ভেন্যু কোথায় হবে সেটা এখনো নিশ্চিত নয়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলে ভারতে উড়াল দেয়ার কথা রয়েছে দলটির। সেখানে রোহিত শর্মাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball