কলকাতায় জেসন রয়ের বদলি ফিল সল্ট

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন জেসন রয়। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৮৫ রান।
এমন পারফরম্যান্সের পর এবারও দলটির পরিকল্পনা জুড়ে ছিলেন এই ইংলিশ ওপেনার। যদিও ব্যক্তিগত আসরে এবারের আইপিএলে দেখা যাবে না রয়কে।

এরই মধ্যে তার বিকল্প হিসেবে ফিল সল্টকে দলে ভিড়িয়েছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন সল্ট।
আসর শেষে তাকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর নিলামে অবিক্রিত ছিলেন এই ইংলিশ ক্রিকেটার। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ১.৫ কোটি রুপি। সেই ভিত্তিমূল্যেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।
দিল্লিত হয়ে ৯ ম্যাচে ২১৮ রান করেছিলেন সল্ট। যদিও দিল্লির অন্য ব্যাটারদেরও ব্যর্থতার কারণে প্লে অফে খেলতে পারেননি দলটি।
ফলে নতুন আসরের জন্য নিজেদের পুরোপুরি নতুনভাবে গুছিয়ে নিয়েছে দলটি। এ কারণেই সেখানে জায়গা হয়নি সল্টের। আগামী ২২ মার্চ পর্দা উঠছে আইপিএলের। মাত্র ১১ দিন আগে নতুন ক্রিকেটার দলে ভেড়াল দলটি।