একই সময়ে হতে পারে আইপিএল-পিএসএল, বিপিএল কবে?
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নানা জটিলতার মধ্যে দিয়ে হাইব্রিড মডেলে সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছে পাকিস্তান। মূলত পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে আপত্তি থাকার কারণে বড় সমস্যায় পড়েছিল আয়োজকরা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। এবারও তাদের মাথায় রাখতে হচ্ছে ভারতের কথা।
গত বছরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বত্ব চূড়ান্ত করেছে পাকিস্তান। এরই মধ্যে এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটি। তিনটি স্টেডিয়ামে সংস্কারের জন্য বড় ধরনের প্রনোদনা হাতে নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের মতামত পাওয়া যায়নি। ভারত পাকিস্তানে খেলতে রাজি না হলে হাইব্রিড মডেলে আয়োজন করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনটা হলে ভারতের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু হিসেবে রাখা হতে পারে সংযুক্ত আরব আমিরাত।

এমনটাই জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী ফ্রেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। একই সময়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চলার কথা রয়েছে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এস এ টোয়েন্টি আইএল টি-টোয়েন্টি আয়োজন করা হয় এই সময়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফলে এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজন হয় বিপিএল। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এই এই টুর্নামেন্টের সূচিতে আসতে পারে বড় পরিবর্তন।
বাংলাদেশ নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজ শেষ হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো খেলা নেই। ফলে ডিসেম্বরের শেষদিকেই মাঠে গড়াতে পারে বিপিএল।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর মে মাসের মাঝামাঝি বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। এর আগে প্রায় দেড় মাসের ফাঁকা সূচি রয়েছে দলটির। ফলে তারা এই সময় আয়োজন হতে পারে পিএসএল। যদিও এই মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফলে ধরে নেয়াই যাচ্ছে আইপিএলের সঙ্গে সংঘর্ষ হতে যাচ্ছে আইপিএলের।
পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি আগামী সপ্তাহে আসিসির সভায় এসব বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মতামত জানতে চাওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। ভারত পাকিস্তানে খেলতে না চাইলে বিকল্প ভেন্যু কোথায় হবে তা নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।