promotional_ad

টেস্টে ক্রিকেটারদের জন্য মোটা অঙ্কের প্রণোদনা রাখছে বিসিসিআই

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বেশীরভাগ তরুণ ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঝুঁকছেন। এ কারণে টেস্ট ক্রিকেটে ক্রিকেটারদের আগ্রহী করে তুলতে উঠেপড়ে লেগেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টেস্ট খেলায় ক্রিকেটারদের উৎসাহিত করতে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি।


এই স্কিমের আওতায় বছরে ৭টি টেস্ট খেলতে পারলে একজন ক্রিকেটার ৩ কোটি ১৫ লাখ রুপি বোনাস পাবেন! এ ছাড়া প্রতিটি টেস্টের জন্য নির্ধারিত ১৫ লাখ রুপি তো থাকছেই। বিসিসিআইয়ের জেনারেল সেক্রেটারি জয় শাহ এক টুইট বার্তায় এমন ঘোষণা দেন।


promotional_ad

ভারতীয় দল বছরে ৯টি টেস্ট খেলবে, এমনটা বিবেচনা করে প্রণোদনায় মোট তিনটি স্কিম রাখা হয়েছে। প্রথম স্কিমে আছে ৪ ম্যাচের কম বা ৫০ শতাংশের কম ম্যাচে অংশগ্রহণ। এর জন্য অবশ্য কোনো টাকা দেওয়া হবে না।


এরপর দ্বিতীয় স্কিমে আছে ৫০ শতাংশের বেশি বা অন্তত ৫–৬টি ম্যাচ খেলা। এই ক্যাটাগরিতে উঠতে পারা ক্রিকেটাররা পাবেন টেস্টপ্রতি ৩০ লাখ রুপি। এ ছাড়াস্কোয়াডে আছেন কিন্তু একাদশে নেই, এমন খেলোয়াড়রাও পাবেন ১৫ লাখ রুপি করে।


তৃতীয় এবং সর্বোচ্চ স্কিমটি ৭৫ শতাংশের বেশি বা ৭–এর বেশি টেস্টে অংশগ্রহণকারীদের জন্য বিবেচনায় আসবে। এই ক্যাটাগরিতে উঠে যাওয়া ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পাবেন ৪৫ লাখ রুপি করে। এ ছাড়া একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পাবেন সাড়ে ২২ লাখ রুপি করে। প্রণোদনা স্কিম কার্যকর হবে ২০২২–২৩ মৌসুম থেকেই।


সাম্প্রতিক সময়ে ঘরোয়ার ম্যাচ বাদ দিয়ে ঘুরতে দেখা গেছে ইশান কিশান, শ্রেয়াস আইয়ারদের। ম্যানেজমেন্টের নির্দেশ অমান্য করেছেন দুজনই। খেলেননি রঞ্জি ট্রফিতে। যার কারণে শাস্তি হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই দুজন।


এই কারণে আলোচনাটি নতুন গতি পায়। সাবেক ক্রিকেটার এবং সমালোচকদের একের পর এক আলোচনায় উঠে আসে টেস্ট ও টি–টোয়েন্টি খেলার আর্থিক সুবিধার পার্থক্যও। বিষয়টি নজরে এসেছে বিসিসিআইয়েরও। যার কারণে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball