প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশায় লঙ্কান কোচ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি মানেই টানটান উত্তেজনা। দর্শকদের উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের 'টাইমড আউট' আলোচনা সমালোচনা চলছে এখনও। এবার বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে লঙ্কানরা।
সোমবার থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের লড়াইকে 'যুদ্ধ যুদ্ধ' আমেজ দিচ্ছে অনেককেই। তবে এই উত্তেজনায় পানি ঢেলে দিয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। তবে তিনি আশাবাদী দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত এই বিশ্বকাপকে সামনে রেখেই নিজেদের তৈরি করে নেয়ার লক্ষ্য শ্রীলঙ্কার। ফলে বাংলাদেশ সিরিজেও লঙ্কানরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে। দুই দলের অনেক তারকা ক্রিকেটার আছেন। তাই মাঠের লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে আছেন লঙ্কান কোচ।

সংবাদ সম্মেলনে সিলভারউড বলেন, 'আমি এটা প্রথমবার শুনলাম (রাইভালারি)। আমি আশা করছি এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। আগে কী হয়েছে অতীতে কী হয়েছে সেটা এখন অতীত। সামনে যা আছে আমরা সেটা নিয়েই ভাবতে চাই। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে। তাই দলটাকে নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি।'
'আমার মনে হয় প্রত্যেকটা দলই নিজেদের দল সাজাচ্ছে। সব মিলিয়ে আমাদের বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। এটা ভালো লাগছে যে আমরাদের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ রয়েছে। আমি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের অপেক্ষায় আছি। দুই দলের অনেক ভয়ঙ্কর ক্রিকেটার আছে। আমার মনে হয় আনন্দদায়ক হবে। তাই আমি বলব অতীতের কথা না ভেবে সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে।'
চোটের কারণে শ্রীলঙ্কা এই সিরিজে পাচ্ছে না পাথুম নিশাঙ্কাকে। আগের সিরিজেই ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও পাচ্ছে না শ্রীলঙ্কা। তবে লঙ্কান কোচ জানিয়েছেন এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে তাদের।
তিনি বলেন, 'ওয়ানিন্দু প্রথম দুই ম্যাচে খেলতে পারবে না। আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। ওয়ানিন্দু নিজের শাস্তি মেনে নিয়েছে। আমাদেরকে সামনে তাকাতে হবে। এটা স্কোয়াডে থাকা অন্যদের জন্য দারুণ সুযোগও যেহেতু সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে। শুধু ১১ জনযে মাঠে থাকবে এটাই না স্কোয়াডে যারা আছে তারাই বিশ্বকাপে খেলবে। তারা যেন সব সময়ই তৈরি থাকে। আমাদের এটা নিশ্চিত করতে হবে দলের সবাই তৈরি থাকবে খেলার জন্য এবং তাদের যখনই ডাকা হোক।'
এদিকে নিশাঙ্কাকে নিয়ে সিলভারউড বলেন, 'পাথুম না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। গত ৭-৮ মাস সে শ্রীলঙ্কার হয়ে সে দারুণ ধারাবাহিক। সর্বশেষ সিরিজেও সে দারুণ পারফরম্যান্স করেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। আমাদের মনে হয় খুব বেশি অপেক্ষা করতে হবে না। সে দ্রুতই দলে ফিরবে। সে আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য।'