সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচ ফ্রাঙ্কলিন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন ডেল স্টেইন। তবে আসন্ন আসরে দলটির দায়িত্বে দেখা যাবে না তাকে। হায়দরাবাদের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেমস ফ্রাঙ্কলিন।
আইপিএলে এর আগে খেলার অভিজ্ঞতাও আছে ফ্রাঙ্কলিনের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১১ ও ২০১২ সালে খেলেন কিউই এই সাবেক অলরাউন্ডার। যদিও এই লিগে কোচিংয়ের দায়িত্ব এবারই প্রথমবার পেলেন তিনি।

হায়দরাবাদের হেড কোচের দায়িত্বে আছেন ডেনিয়েল ভেট্টরি। একসময়কার নিয়মিত সতীর্থের সঙ্গে এর আগেও কোচিংয়ে জুটি গড়েছিলেন তিনি। এর আগে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স এবং দ্য হানড্রেডে বারমিংহাম ফোনিক্সের হয়ে কাজ করে ভেট্টরি-ফ্রাঙ্কলিন জুটি।
তা ছাড়া ফ্রাঙ্কলিন এর আগে ডারহামের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) চলতি আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সহকারী কোচের দায়িত্বে আছেন।
এদিকে আইপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত মুখ ছিলেন স্টেইন। ডেকান চার্জার্সের হয়ে ২০০৮ সালে যাত্রা শুরু করেন। এরপর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হায়দরাবাদের হয়ে খেলেন ৯৫ ম্যাচ। তোলেন ৯৭ উইকেটে। সবশেষ ২০২২ সালে হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। আসন্ন আসরেও তারই থাকার কথা ছিলো এই দায়িত্বে।
এর আগেই ফ্র্যাঞ্জাইজিটিকে না থাকার কথা জানান তিনি। ফলে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন আসরে তাকে পাচ্ছে না অরেঞ্জ আর্মিরা। স্টেইনের ছুটির কারণ এখনো নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে পরের বছরেই দলে ফেরার কথা জানিয়েছেন তিনি।