স্টেইনের বদলি খুঁজছে হায়দরাবাদ, অধিনায়ক হচ্ছেন কামিন্স

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন ডেল স্টেইন। তবে আসন্ন আসরে দলটির দায়িত্বে দেখা যাবে না তাকে। ক্রিকবাজের তথ্য মতে এই আসর থেকে ছুটি নিয়েছেন সাবেক এই প্রোটিয়া পেসার। এদিকে জোর গুঞ্জন চলছে দলটির নেতৃত্বেও আসতে পারে পরিবর্তন।

আইপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত মুখ ছিলেন স্টেইন। ডেকান চার্জার্সের হয়ে ২০০৮ সালে যাত্রা শুরু করেন। এরপর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, হায়দরাবাদের হয়ে খেলছেন ৯৫ ম্যাচ। তুলেছেন ৯৭ উইকেটে। সবশেষ ২০২২ সালে হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। আসন্ন আসরেও তারই থাকার কথা ছিলো এই দায়িত্বে।
এর আগেই ফ্র্যাঞ্জাইজিটিকে ছুটির কথা জানান তিনি। ফলে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন আসরে তাকে পাচ্ছে না অরেঞ্জ আর্মিরা। স্টেইনের ছুটির কারণ এখনো নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে পরের বছরেই দলে ফেরার কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে দলটির প্রধান কোচ ডেনিয়াল ভেট্টরি এই প্রোটিয়া কোচের বদলি খোঁজা শুরু করেছেন।
এদিকে গুঞ্জন চলছে এইডেন মার্করামের পরিবর্তে কামিন্সকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করতে যাচ্ছে দলটি। ক্রিকবাজের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জেতানো অধিনায়কের ওপর আস্থা রাখতে যাচ্ছে হায়দরাবাদ। এই অজি পেসারকে মিনি অকশন থেকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল তারা।
মূলত মার্করামের অধীনে আইপিএলের সবশেষ মৌসুম বাজেভাবেই শেষ করেছিল হায়দরাবাদ। যেখানে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জয় পেয়েছিল তারা। ফলে টেবিলের তলানিতে থেকেই বাদ পরতে হয়। তাই নতুন মৌসুমে বিশ্বকাপ জয়ী কামিন্সের হাতকেই নিরাপদ মনে করছে দলটি।