promotional_ad

বিপিএল মাতিয়ে টি-টোয়েন্টি দলে জাকের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন জাকের আলী অনিক। অবশেষে সেই পারফম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন এই মারকুটে ব্যাটার।


বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন ডানহাতি মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। মূলত তার জায়গাতেই ডাক পেয়েছেন জাকের।


promotional_ad

কুমিল্লার হয়ে বিপিএল ফাইনালে খেলা হয়নি আলিসের। আঙুলের চোটের কারণেই সেই ম্যাচে দর্শক হয়েছিলেন তিনি। ফলে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। এ কারণেই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার।


বিসিবির নির্বাচক হান্নান সরকার ক্রিকফ্রেঞ্জিকে আগেই নিশ্চিত করেছেন। স্কোয়াডে তাইজুল ইসলাম, শেখ মেহেদী এবং রিশাদ হোসেনকে নিয়ে তিনজন স্পিনার থাকায় নতুন করে কোনো স্পিনার যোগ করছেন না তারা। এমনই ব্যাখ্যা দেয়া হয়েছে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতেও।


আলিসের বদলি হিসেবে জাকেরকে নেয়ার কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, ‘আলিস ছাড়াও টি–টোয়েন্টি স্কোয়াডে আরও তিনজন স্পিনার আছেন—রিশাদ, তাইজুল ও শেখ মেহেদী। আমাদের মনে হয়েছে, আলিসের জায়গায় আরেকজন স্পিনার নেওয়ার বদলে জাকের আলীর মতো কাউকে নিলে দলের ভারসাম্য আরও ভালো হবে। মিডল অর্ডার বা লোয়ার–মিডল অর্ডারকে শক্তিশালী করার সঙ্গে যে ফিনিশার হিসেবেও কার্যকর হবে।’


সদ্য সমাপ্ত বিপিএলে দারুণ ধারাবাহিক ছিলেন জাকের। ফাইনালে ২৩ বলে ২০ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে ১০ ইনিংসে ৯১.৫০ গড়ে তার ব্যাট করে ১৯৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি ৪০ রানের হলেও রানের চেয়েও বেশি কার্যকরী ছিল তার বেশ কিছু ইনিংস।


টুর্নামেন্ট জুড়ে ১৪১ ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাট করেছে জাকের। ছক্কা মেরেছেন ১৪টি। আর তাতেই বোঝা যায় তার হাতে রয়েছে শটের ফুলঝুরি। এই উইকেটরক্ষক ব্যাটারকে এবারের বিপিএলের সেরা প্রতিভা বললেও তা ভুল হবে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball