শিরোপা জয়ী বরিশাল দলকে ২০ লাখ টাকা পুরষ্কার দিচ্ছে নগদ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছেন তামিম ইকবাল। তিনি এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৪৯২ রান করে। ২৬ বলে ৩৯ রান করে ফাইনালেও দলের জয়ে বড় অবদান রেখেছেন।

বিপিএলের শিরোপা জয়ী দলকে ২০ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশের শীর্ষ মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদে'।
শিরোপা জয়ের পর পুরো দলকে সঙ্গে নিয়ে নগদের প্রধান নির্বাহী তানভীর এ মিশুককে বিশেষ পুরষ্কারের জন্য অনুরোধ করেন তামিম। সেই অনুরোধ ফেলতে পারেননি নগদের শীর্ষ এই কর্মকর্তা।
তৎক্ষণাৎ তিনি ২০ লাখ টাকা পুরষ্কার দেবেন বলে জানান। সদ্য সমাপ্ত বিপিএলে অন্যতম স্পন্সর ছিল নগদ। এ ছাড়া লম্বা সময় ধরে দেশের ক্রিকেটাঙ্গনের তারকাদের নিয়ে বিভিন্ন চমক নিয়ে হাজির হয়েছে নগদ।
এরই ধারাবাহিকতায় বিপিএল শিরোপা জয়ী বরিশাল দলকে বড় অঙ্কের আর্থিক পুরষ্কার দিচ্ছে নগদ।