ছিটকে গেলেন কুশল, বাংলাদেশে আসছেন ডিকওয়েলা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। তবে বিশ্রামের ফুসরত পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ কদিন পড়েই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নেমে পড়তে হবে।
এরই মধ্যে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল। আগামী ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজের দলের সঙ্গে আসেননি উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরেরা।
ভাইরাল ফ্লুতে আক্রান্ত এই ক্রিকেটার সিরিজ থেকেই ছিটকে গেছেন। দেরিতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও তিনি যোগ দিচ্ছেন না। উল্টো সিরিজ থেকেই তার ছিটকে যাওয়ার খবর জানিয়েছে লঙ্কান সংবাদমাধ্যম 'স্পোর্টস প্যাভিলিয়ন।'

দেশটির ক্রিকেট বোর্ডের বরাতে জানিয়েছে, এই সিরিজে খেলা হবে না কুশলের, ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে আসছেন নিরোশান ডিকওয়েলা। প্রাথমিকভাবে তাকে বাদ দিয়েই দল সাজিয়েছিল শ্রীলঙ্কা।
শুক্রবারই বাংলাদেশে তার শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। তবে এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬ টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকেল তিনটায়।
এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
পরের টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এদিকে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২৯ ফেব্রুয়ারি সিলেটে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশেরও কয়েক জন ক্রিকেটারের।