‘বিসিসিআই ঠিক কাজই করেছে’, আইয়ার-ইশান ইস্যুতে গাঙ্গুলি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়ে ৩০ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেখানে রাখা হয়নি ইশান কিশান এবং শ্রেয়াস আইয়ারকে। এমন ঘটনায় বিসিসিআইয়ের পক্ষ নিয়েছেন সৌরভ গাঙ্গুলি।
মাসখানেক আগে সাউথ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ইশান। ব্যক্তিগত কারণ দেখালেও সেই সময় দুবাইয়ে পার্টি করতে গিয়েছিলেন বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। ইশানের এমন কাণ্ডে অসন্তুষ্ট হন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।

জাতীয় দলে ফিরতে ইশানকে রঞ্জি খেলতে বলেছিলেন রাহুল দ্রাবিড়। তবে ভারতের হেড কোচের কথা একেবারেই কানে নেননি ইশান। উল্টো মুম্বাইয়ের হয়ে রঞ্জি না খেলে আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। যার শাস্তি হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকেও বাদ দেয় বিসিসিআই। ইশানের এমন কাণ্ডে অবাক গাঙ্গুলি।
বিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন, 'ওর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা উচিত ছিল। দেশের সেরা প্রতিযোগিতা খেলবে না? শ্রেয়াস তবুও দু’দিন পর মুম্বাইয়ের রঞ্জির সেমিফাইনাল খেলবে। ইশান তরুণ ক্রিকেটার। ভারতের সব ধরনের দলে ছিল। আইপিএলে প্রচুর টাকার চুক্তি পেয়েছে। তার পরেও কেন রঞ্জি খেলবে না? ইশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের তো আরও বেশি করে এই ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি অবাক হয়েছিলাম ও না খেলায়।'
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টেস্টের দলে ছিলেন আইয়ার। যদিও তৃতীয় টেস্টের আগে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় ভারত। সেই সময় আইয়ারকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিল বিসিসিআই। তবে আইয়ার মুম্বাইকে জানান পিঠের সমস্যার কারণে তিনি খেলতে পারবেন না।
পরে জানা যায়, আইয়ার খেলার জন্য ফিট থাকা সত্ত্বেও খেলেননি। যে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে সরিয়ে দেয় ভারত। গাঙ্গুলির মতে, রঞ্জি ট্রফি দেশের সেরা প্রতিযোগিতা। এমন প্রতিযোগিতায় খেলা দরকার ছিল আইয়ারেরও।
তিনি বলেন, 'আমার মনে হয় বোর্ড চাইছে শ্রেয়াসেরা ঘরোয়া ক্রিকেট খেলুক। শ্রেয়াসের রঞ্জি না খেলার সিদ্ধান্তে আমি অবাক। এই প্রতিযোগিতায় অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওদের চুক্তি থেকে বাদ দিয়ে। বোর্ডের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। রঞ্জি ট্রফিই তো দেশের সেরা প্রতিযোগিতা।'