promotional_ad

‘কোনো ক্রিকেটার ফর্ম হারালে আইয়ারকেই ডাকতে হবে’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বলার পরও ঘরোয়া ক্রিকেটে খেলেননি শ্রেয়াস আইয়ার এবং ইশান কিশান। শাস্তি হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তারা। বিসিসিআইয়ের ৩০ জনের কেন্দ্রীয় চুক্তিতে আইয়ার না থাকার ঘটনায় অবাক হয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ মনে করেন, এমন ঘটনা আইয়ারের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।


ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই টেস্টের দলে ছিলেন আইয়ার। তবে তৃতীয় টেস্টের আগে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় ভারত। সেই সময় আইয়ারকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিল বিসিসিআই। তবে আইয়ার মুম্বাইকে জানান পিঠের সমস্যার কারণে তিনি খেলতে পারবেন না।


promotional_ad

কিন্তু বিপত্তি বাঁধে ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান নিতিন প্যাটেলের মেইলে। বিসিসিআই বরাবর মেইল লিখে প্যাটেল জানান, আইয়ার ফিট ছিলেন। এমন তথ্যের পর বিপাকে পড়েন আইয়ার। যে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে সরিয়ে দেয় ভারত।


এমন ঘটনায় অবাক হয়ে চন্দ্রকান্ত বলেন, 'শ্রেয়াসকে চুক্তির মধ্যে না রাখায় আমি অবাক। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট খেলেছে ও। শ্রেয়াসকে কেন বাদ দেওয়া হয়েছে তা আমি জানি না। তবে আমি মনে করি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় ওর নাম থাকা উচিত ছিল। যে কোনও ভাগেই ওকে রাখা যেত। তবে এই চুক্তিতে না থাকা কোনও ভাবে শ্রেয়াসের উপর প্রভাব ফেলবে বলে মনে হয় না। ও ভালো খেলবে। লড়াই করে ফিরে আসবে। শ্রেয়াস লড়তে জানে।'


'শ্রেয়াস এমন একজন ক্রিকেটার, যে সব ফরম্যাটে দেশের হয়ে খেলতে পারে। ওর চোট ছিল। সেটা এখন সেরে গিয়েছে। ভাল ক্রিকেটার, টেস্ট অভিষেকে শতরান আছে। আগামী দিনে ভারতীয় দলের কোনও ক্রিকেটার ফর্ম হারালে শ্রেয়াসকেই ডাকতে হবে। রঞ্জি খেলবে শ্রেয়াস। আইপিএলে ভালো খেলতে পারে। ভারতের হয়ে আগামী দিনে খেলবে ও।'


এদিকে সাউথ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার ইশান। ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই সময় দুবাইয়ে পার্টি করতে গিয়েছিলেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। ইশানের এমন কাণ্ডে অসন্তুষ্ট হন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।


জাতীয় দলে ফিরতে ইশানকে রঞ্জি খেলতে বলেছিলেন রাহুল দ্রাবিড়। তবে প্রধান কোচের কথা একেবারেই কানে নেননি ইশান। উল্টো মুম্বাইয়ের হয়ে রঞ্জি না খেলে আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। যার শাস্তি হিসেবে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকেও বাদ দেয় বিসিসিআই। ইশানকে নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি চন্দ্রকান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball