promotional_ad

ক্যামেরন গ্রিন ১৭৪, নিউজিল্যান্ড ১৭৯

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন এবং জস হ্যাজেলউডের রেকর্ড দশম উইকেটের জুটি এবং অজি বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ২১৭ রানের লিডে আছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৩৮৩ রান করার পর নিউজিল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করে অজিরা। পরে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে ১৩ রান তোলে অস্ট্রেলিয়া।


২৬৭ রানে গতকাল নবম উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। গ্রিন ও হ্যাজেলউডের দশম উইকেট জুটির মেয়াদ ছিল মাত্র ১ ওভার। দ্বিতীয় দিনে গ্রিন-হ্যাজেলউডের শেষ উইকেট জুটিতে উঠে ১১৬ রান। এই জুটি টিকেছে ৩১.১ ওভার।


promotional_ad

জুটিতে গ্রিন পেয়েছেন ৮৩ রান। গতকাল ১০৩ রানে অপরাজিত গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭৪ রানে, হ্যাজেলউড আউট হন ৬২ বলে ২২ রান করে। আগের দিন বহু কষ্টে আড়াইশ পেরুনো অস্ট্রেলিয়া এ দিন চারশ'র কাছাকাছি চলে যায়।


ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি কিউইরা। ১২ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। প্রথমে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যান টম লাথাম (৫)। শূন্য রানে রান আউট হন কেন উইলিয়ামসন। হ্যাজেলউডের বলে শূন্য রানে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন রবীন্দ্র।


দলীয় ২৯ রানে আরও দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১১ রান করা ড্যারিল মিচেল। এতক্ষণ এক প্রান্ত আগলে রাখা ওপেনার উইল ইয়াং ৫০ বলে ৯ রান করে মিচেল মার্শের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফিরে যান।


তারপর টম ব্লান্ডেল এবং গ্লেন ফিলিপসের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় কিউইরা। ৪৩ বলে ৩৩ রান করেন ব্লান্ডেল। ৭০ বলে ৭১ রান করেন ফিলিপস। শেষদিকে নাথান লায়ন চার উইকেট নিলে স্বস্তি পায়নি কিউইদের লোয়ার অর্ডার। ৩৪ বলে ৪২ রান করে দলকে দুইশ'র কাছাকাছি নিয়ে যান প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া ম্যাট হেনরি।


অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শুরু করবেন উসমান খাওয়াজা (৫*) এবং নাইটওয়াচম্যান লায়ন (৬*)। স্টিভ স্মিথ এবন মারনাস ল্যাবুশেন- দুজনকেই ফিরিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball