promotional_ad

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা।


অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে গিয়েছে বরিশাল। ফাইনালের আগেরদিন বিপিএলের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্সআপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি টাকা।


এদিকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। ৪৫৩ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। আর ৪৪৭ রান নিয়ে দুই নম্বরে আছেন তাওহীদ হৃদয়। ফাইনালে যে ব্যাটারই ভালো করবেন টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন।


promotional_ad

এদিকে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। অন্যদিকে সাকিব আল হাসান ১৭ ও শেখ মেহেদী ১৬ উইকেট নিয়ে এবারের বিপিএল শেষ করেছেন। বড় কোনো চমক না দেখালে শরিফুলের হাতেই উঠতে যাচ্ছে সর্বোচ্চ উইকেটের প্রাইজমানি।


সর্বোচ্চ উইকেট শিকারির জন্য বরাদ্দ করা হয়েছে ৫ লাখ টাকা। এদিকে টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। আর ফাইনালের সেরা ক্রিকেটারের হাতে উঠবে ৫ লাখ টাকা। দুই দলের ক্রিকেটাররাই এসব পুরষ্কার বাগিয়ে নিতে মুখিয়ে থাকবেন। 


বিপিএলের প্রাইজমানি-


চ্যাম্পিয়ন- ২ কোটি
রানার্স আপ- ১ কোটি
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- ১০ লাখ
হাইয়েস্ট রান- ৫ লাখ
হাইয়েস্ট উইকেট- ৫ লাখ
বেস্ট ফিল্ডার- ৩ লাখ
প্লেয়ার অব দ্য ফাইনাল- ৫ লাখ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball