promotional_ad

শামীমের ঝড়ে রংপুরের লড়াইয়ের পুঁজি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৪৮ রানে ৫ উইকেট হারালেও শেষ দিকে রংপুর রাইডার্সকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। আবু হায়দার রনিকে সঙ্গে নিয়ে গড়েছেন ৭২ রানের জুটি। যেখানে ২৪ বলে অপরাজিত ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শামীম। তাতেই ফরচুন বরিশালের বিপক্ষে ১৪৯ রানের পুঁজি পেয়েছে রংপুর।


টসের সময় আমের সোহেলের প্রশ্নের জবাবে নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, প্রথম ৬ ওভার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ সেই ৬ ওভারেই পুরো এলোমেলো হয়ে গেল রংপুর। মোহাম্মদ সাইফউদ্দিন ও কাইল মেয়ার্সের সুইংয়ের সঙ্গে পেরে উঠতে পারলেন না রংপুরের ব্যাটাররা। টস হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা।


promotional_ad

সাইফউদ্দিনের গুড লেংথে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়েছেন শেখ মেহেদী। একই ওভারে সাকিব আল হাসানকেও হারায় রংপুর। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে এজ হয়ে মুশফিকের গ্লাভসেই ক্যাচ দিয়েছেন। সাকিব এদিন ফিরেছেন মাত্র ১ রানে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে রনি তালুকদারকেও ফেরায় বরিশাল।


মেয়ার্সের অফ স্টাম্পের বাইরের শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে ডেভিড মিলারকে ক্যাচ দিয়েছেন। রংপুরের ওপেনার আউট হয়েছেন ৮ রানে। এরপর নিশাম ও নিকোলাস পুরান মিলে রংপুরকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। পুরানকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করে সৌম্যর হাতে ক্যাচ দিয়েছেন ৩ রান করা পুরান।


দারুণ শুরু করা নিশামও ফিরেছেন একটু পরই। জেমস ফুলারের শর্ট ডেলিভারিতে পুল করার চেষ্টায় ব্যর্থ হয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। গত ম্যাচে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলা নিশাম এদিন আউট হয়েছেন ২৮ রানে। এরপর দ্রুতই ফিরেছেন সোহান ও মোহাম্মদ নবি। তাতে মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারায় রংপুর। এমন সময় একবারের চ্যাম্পিয়নদের হাল ধরেন আবু হায়দার ও শামীম। 


এক প্রান্ত থেকে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন শামীম। ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে তিন ছক্কা ও দুই চারে ২৬ রান নিয়েছেন। এদিকে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত শামীম অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। আবু হায়দার অপরাজিত ছিলেন ১২ রানে। তাদের দুজনের ৭২ রানের জুটিতে ১৪৯ রানের পুঁজি পায় রংপুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball