promotional_ad

জহিরকে দেখে রিভার্স সুইং শিখেছেন অ্যান্ডারসন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কপিল দেবের পর বিশ্বমানের পেসার হিসেবে আবির্ভূত হয়েছিলেন জহির খান। পেস আর সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানাতে পটু ছিলেন বাঁহাতি এই পেসার। রিভার্স সুইংয়ে বিশেষ দক্ষতা ছিল না জহিরের। ক্যারিয়ারের শুরুর দিকে জহিরের রিভার্স সুইং দেখে শেখার চেষ্টা করেছেন জেমস অ্যান্ডারসন।


ভারতের বোলিং লাইন আপ বরাবরই স্পিন নির্ভর ছিল। স্পিনারদের পাশপাশি বেশিরভাগ ম্যাচ জেতাতে অবদান রাখতেন ব্যাটাররা। ভারতে যখন ভালো মানের পেসারের জন্য হাহাকার তখন নতুন দিনের সূচনা হয়ে এসেছিলেন জহির। এরপর থেকে বদলে যেতে থাকে ভারতের বোলিং লাইনআপ।


বাঁহাতি এই পেসার যখন ক্যারিয়ারের সেরা ফর্মে তখন বিশ্ব ক্রিকেটে আসেন অ্যান্ডারসন। ক্যারিয়ারের শুরুর দিকে জহিরের বোলিং দেখতেন ডানহাতি এই পেসার। জহির কিভাবে রিভার্স সুইং ডেলিভারি করেন এবং বল লুকিয়ে কিভাবে দৌড়াতেন সেটা দেখে শেখার চেষ্টা করেছেন অ্যান্ডারসন।


promotional_ad

জিও সিনেমার সঙ্গে আলাপকালে অ্যান্ডারসন বলেন, ‘আমার ক্ষেত্রে জহির খান এমন একজন ছিলেন যার বোলিং প্রচুর দেখতাম এবং শেখার চেষ্টা করতাম। সে কিভাবে রিভার্স সুইং ডেলিভারি করতেন, বল লুকিয়ে কিভাবে দৌড়াতেন এগুলো দেখলাম। এগুলো এমন একটা জিনিস যা আমি সবসময় উন্নতি করার চেষ্টা করেছি। এমনকি কয়েকবার তাদের সঙ্গেও এটা করেছি।’


জহিরের পর থেকে ভারতের ক্রিকেটে পেসারদের বিপ্লব শুরু হয়েছে। জহির-আশিষ নেহরারা চলে যাওয়ার পর ভারতের পেস ইউনিটের হাল ধরেন জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মারা। বর্তমানে পাইপলাইনেও তরুণ পেসার রয়েছেন বেশ কয়েকজন। তবে সিরাজ, শামি এবং বুমরাহরা বিশ্বমানের বলে মনে করেন অ্যান্ডারসন।


ভারতের পেসারদের মান নিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি অ্যান্ডারসন বলেন, ‘বুমরাহ, শামি এবং সিরাজদের চেয়ে ভালো মানের খুব বেশি ভালো বোলার নেই। তারা সবাই বিশ্বমানের বোলার। আপনি ইশান্ত শর্মাকেও এখানে রাখতে পারেন। এটা আসলে খুবই শক্তিশালী একটা বোলিং লাইন আপ।’


পারিবারিক কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত হওয়া চার টেস্টের একটিতেও দেখা যায়নি তাকে। এমনকি শেষ টেস্টেও দেখা যাবে না সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। কোহলির মতো সেরা ব্যাটার এই সিরিজে না থাকাকে লজ্জার বলছেন অ্যান্ডারসন। সেই সঙ্গে তাদের দুজনের লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই পেসার।


অ্যান্ডারসন বলেন, ‘হ্যাঁ, আপনি সবসময় সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে চাইবেন। এটা লজ্জার যে সে এই সিরিজের অংশ নন। কয়েক বছরে আমাদের দারুণ কিছু লড়াই হয়েছে। এটা শুধু আমার জন্য নয়। আমার মনে হয় দল হিসেবেও আপনি বিশ্বের সেরাদের বিপক্ষে খেলতে চাইবেন। তাদের বিপক্ষে খেলাটাও এমন কিছুই। কোহলির মতো মানসম্মত একজন না থাকায় ইংল্যান্ডের সমর্থকরা খুশি হবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball