পুরোনো পান্তকে পেতে অপেক্ষায় থাকতে বললেন গাভাস্কার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ সড়ক দূর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পান্ত। এরপর এখনও মাঠে ফিরতে পারেননি তিনি। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার এখনও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। লড়াই করছেন মাঠে ফেরার জন্য।
সবকিছু ঠিক থাকলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই আবার মাঠে ফিরতে চলেছেন পান্ত। যদিও দ্রুতই তাকে পুরোনো রূপে ফেরত পাওয়া যাবে না বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। শুধু ব্যাটারের ভূমিকায় খেলতে দেখা যেতে পারে বলেও ধারণা তার।

পান্তকে নিয়ে নিজের মতামত জানিয়ে গাভাস্কার বলেছেন,'ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং করার ক্ষেত্রেও হাঁটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-কিপিং অবশ্যই সে শুরুতে নাও করতে পারে। আমরা যেমন দেখতে অভ্যস্ত সম্ভবত ওইরকম রিশাভ পান্তকে পাওয়া যাবে না।'
তিনি আরও যোগ করেন, 'আমি নিজেও তার অনেক বড় ভক্ত। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন আগের মতোই সুস্থ থাকে, যাতে আমাদের বিনোদন দিতে পারে। তার জন্য এটা (এখনই নিজের সেরাটা দেওয়া) খুব কঠিন হবে আর তার সেই ব্যাটিংয়ের সাবলীলতা পেতে কিছুটা সময় লাগবে। তবে ভালো লাগছে যে, সে অনুশীলন শুরু করেছে।'
দীর্ঘদিন ধরেই পুনর্বাসন প্রক্রিয়া চলছে পান্তের। তিনি বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমীতে নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। এমনকি তিনি একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন। পান্ত ফিট থাকলে তার হাতেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব তুলে দেয়া উচিত বলে মনে করেন গাভাস্কার।
দিল্লি ক্যাপিটালসকে পরামর্শ দিয়ে পান্ত বলেন, 'সে যদি পুরোপুরি ফিট হয়ে যায়, তাহলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব তার হাতেই তুলে দেওয়া উচিত। আশা নিয়ে থাকি। এই মৌসুমে তার প্রথম কাজ হচ্ছে পূর্ণ ফিটনেসে ফিরে আসা। তাড়াহুড়া করে তাকে দিয়ে এমন কিছু করানো উচিত হবে না, যার ফলে হিতে বিপরীত হয়।'