ওয়েলিংটন টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। একাদশে অবশ্য কোনো চমক রাখেনি দলটি। নিয়মিত ক্রিকেটারদের নিয়েই আগামীকাল ওয়েলিংটনে মাঠে নামছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন সেই প্যাট কামিন্স। ডেভিড ওয়ার্নার অবসর নেয়ায় এই সিরিজেও অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ সাদা পোশাকে ওপেনিং করবেন। তার সঙ্গে আছেন আরেক নিয়মিত ওপেনার উসমান খাওয়াজা।

ওপেনিংয়ে স্মিথ উঠে আসার পর মারনাস ল্যাবুশেন চার থেকে তিনে এবং ক্যামেরুন গ্রিন ছয় থেকে চার নম্বরে উঠে এসেছেন। তারপর ব্যাটিংয়ে নামবেন ট্রাভিস হেড এবং মিচেল মার্শ। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি নামবেন এর পরই।
কামিন্সের সঙ্গে পেস বোলিং আক্রমণ সামলাবেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন নাথান লায়ন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। অন্যদিকে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।