অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে থাকছেন না কনওয়ে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি ডেভন কনওয়ের। নিউজিল্যান্ডের এই ওপেনার এবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেও ছিটকে গেলেন। বুড়ো আঙুলের ইনজুরির জন্য আসন্ন ওয়েলিংটন টেস্টে খেলা হচ্ছে না তার।
টি-টোয়েন্টি সিরিজে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন কনওয়ে। গত শুক্রবার অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটকিপিং করার সময় বাম হাতের বুড়ো আঙুলে ব্যথা পান তিনি। আঘাত পাওয়ার পর ব্যাটিং বা কিপিং করেননি তিনি।

প্রাথমিক স্ক্যানে দেখা যায়, তার আঙুলে কোনো ফাটল ধরেনি। এরপর সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ থেকে বাদ পড়েছিলেন কনওয়ে। তারপর আবারও স্ক্যান করার পর তার আঙুলে ক্ষত দেখা গেছে। জানা গেছে, কনওয়েকে এই সপ্তাহে আরো কয়েকবার পরীক্ষা করা করা হবে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, 'একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেভনের বাদ পড়াটা হতাশাজনক। টপ অর্ডার ব্যাটিংয়ে সে একজন ক্লাস প্লেয়ার আমাদের জন্য এবং আমি জানি সে সত্যিই এই সিরিজ খেলার জন্য মুখিয়ে ছিল।"'
এদিকে কনওয়ে ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
স্টেড আরও বলেন, 'আমরা অস্ট্রেলিয়ার সাথে প্রায়শই খেলি না। কিন্তু, দেখুন, তারা সর্বদা মানদণ্ড নির্ধারণ করে এবং বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন এবং তারা এই কারণেই তারা চ্যাম্পিয়ন। তারা একটি খুব ভালো দল। কিন্তু এটি আমাদের জন্য সুযোগ। এবং আমরা অবশ্যই সামনের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।'