ব্যাটিং কোচ হেম্প, বোলিং কোচ অ্যাডামস
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আপৎকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ডেভিড হেম্প। এবার নাজমুল হোসেন শান্তদের পূর্ণকালীন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন বারমুডার সাবেক এই ক্রিকেটার। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ হিসেবে কাজ করা হেম্পকে জাতীয় দলের দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন আন্দ্রে অ্যাডামস।
জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে এইচপিতে নেয়ার পরই ফাঁকা ছিল শান্তদের ব্যাটিং কোচের পদ। বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়াই ভারত বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ থেকে ফিরেই ব্যাটিং কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় বিসিবি। যেখানে আবেদন করেছিলেন হেম্প, স্টুয়ার্ট ল, শ্রীলঙ্কার থিলান সামারাবিরা, ইংল্যান্ডের পল নিক্সন এবং নিউজিল্যান্ডের রস টেলর।

তাদের মাঝে তালিকা থেকে আগেই বাদ পড়েন টেলর। কদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এশিয়া কাপ জেতানো ল ছিলেন দায়িত্ব নেয়ার খুব কাছে। গুঞ্জন ছিল চান্ডিকা হাথুুরুসিংহের চাওয়ায় ব্যাটিং কোচ হতে পারেন সামারাবিরাও। যদিও শেষ পর্যন্ত তাদের কাউকেই দায়িত্ব দেয়নি বিসিবি। শান্তদের ব্যাটিং কোচ করা হয়েছে হেম্পকে।
কদিন আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) লেভেল-৪ কোচিং সার্টিফিকেট আছে হেম্পের। ক্রিকেটার হিসেবে ১৫ হাজারের বেশি রান করেছেন তিনি। বারমুডার হয়ে ২৪ ওয়ানডেও খেলেছেন অভিজ্ঞ এই কোচ।
এ ছাড়া পাকিস্তান নারী দল, ভিক্টোরিয়া এবং নারী বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের দায়িত্ব ছিলেন হেম্প। বোলিং কোচ হিসেবে আবেদন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর। শুরুতে শন টেইট আবেদন করলেও পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিতে সরে দাঁড়ান। কলিমোর কিছুদিন আগে করেছেন এইচপিতে। এ ছাড়া জাতীয় দলের আপৎকালীন বোলিং কোচও ছিলেন।
তার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অ্যাডামসকে দায়িত্ব দিয়েছে বিসিবি। নিউজিল্যান্ডের হয়ে ৪৭ ওয়ানডে খেলা অ্যাডামস ছিলেন দেশটির নারী দলের বোলিং কোচ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার সহকারী কোচ, নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে অ্যাডামসের। শ্রীলঙ্কা সিরিজ থেকেই বাংলাদেশের দায়িত্ব নেবেন অ্যাডামস এবং হেম্প।